নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ক্যারিয়ার সেরা নৈপূণ্য দেখালেন বাবর আজম, পরে বল হাতে হাসান আলী। পাকিস্তানও ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে ফিরেছে দুর্দান্তভাবে। গায়ানার সেই একই মাঠে আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
এদিনও টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জেসন হোল্ডার। বল হাতে তাদের শুরুটাও মন্দ ছিল না। নিয়মিত বিরতিতে ৩০ ওভার আগেই ১২৮ রানে তারা তুলে নেয় চার উইকেট। কিন্তু অপর প্রান্তে আস্থার প্রতীক হয়ে ছিলেন বাবর আজম। ষষ্ঠ উইকেটে ইমাদ ওয়াসিমকে নিয়ে মাত্র ১১.২ ওভারে যোগ করেন অবিচ্ছিন্ন ৯৯ রান। পাকরাও পেয়ে যায় ২৮২ রানের বড় সংগ্রহ। পঞ্চম ওভারে ব্যাটে নেমে বাবর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩২ বলে ৩ ছয় ও ৭ চারে ক্যারিয়ার সেরা ১২৫ রানে। ২৫ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম শতক। ইমাদ করেন ৩৫ বলে ৪৩ রান।
প্রথম ম্যাচে তিনশোর্ধো রান তাড়া করে রেকর্ড জয়-ই হয়তো এদিনও আশা দেখাচ্ছিল ক্যারবিয়দের। কিন্তু টপ অর্ডার ব্যার্থতায় তা আর হয়ে উঠেনি। ৫ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। ২০ ওভার শেষ না হতেই নেই ৬ উইকেট। এরপরও যে তারা দুইশতাধিক রান করল তা অধিনায়ক হোল্ডারের কল্যাণে। ৪৫তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে যখন হোল্ডার ব্যক্তিগত ৬৮ রানে হাসান আলীর বলে বাবরের হাতে ধরা পড়েন, স্বাগতিকদের দলীয় সংগ্রহ তখন ২০৮। ক্যারিয়ার সেরা বোলিংয়ে হাসান আলী একাই তুলে নেন ৩৮ রানে ৫ উইকেট। মোহাম্মাদ হাফিজ নেন ২৩ রানে ২টি। ম্যাচ শেষে ক্যারিবিয় ব্যাটিং কোচ টবি র্যাডফোর্ড বলেন, ‘ভেবেছিলাম আমাদের লক্ষ্য হবে ২৩০ কিংবা ২৪০ রান। কিন্তু আমাদের অতিক্রম করতে হত ২৮০। যা অন্তত ৫০ রান বেশি।’ হারের জন্য শেষ ১০ ওভারের বাজে বোলিংকেই দুষছেন র্যাডফোর্ড।
পাকিস্তান : ৫০ ওভারে ২৮২/৫ (আকমল ২১, বাবর ১২৫*, হাফিজ ৩২, সরফরাজ ২৬, ইমাদ ৪৩* ; গ্যাব্রিয়েল ২/৫০, জোসেফ ১/৬৯, বিশু ১/৪০, নার্স ১/৪২)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪৪.৫ ওভারে ২০৮/১০ (হোল্ডার ৬৮, নার্স ৪৪; আমির ১/৩৬, জুনায়েদ ১/৪১, হাসান ৫/৩৮, হাফিজ ২/২৩, শাদাব ১/৪০)। ফল : পাকিস্তান ৭৪ রানে জয়ী।
ম্যাচ সেরা : বাবর আজম (পাকিস্তান)। সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।