গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ১৩টি স্বর্ণের বারসহ তিন প্রাইভেট কার আরোহীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। আকবরশাহ থানাধীন পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে তিন রাস্তার মোড় থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সুলাল ধর (৩৮), জনি বনিক (৩৩) ও ছোটন ব্রহ্মচারী (২৫)। প্রাইভেট কারসহ আটক ৩জনের প্যান্টের নিচে বিশেষভাবে তৈরি নেভী বøু কালারের কাপড়ের বেল্টের ভিতরে রক্ষিত অবস্থায় স্কচটেপ মোড়ানো ১৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ডিবি পুলিশ টয়োটা প্রিমিও এফ কারটিও (চট্টমেট্রো-গ-১৩-২৫৫২) আটক করে।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন থেকে স্বর্ণ চোরাচালানে জড়িত। চোরাই পথে আসা স্বর্ণের বার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ দেয় তারা। নিজেদের জুয়েলারিতে স্বর্ণের ব্যবসার আড়ালে তারা এ অপকর্ম করছে বলেও জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।