Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে দোকান দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে দোকান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সুলতানসাদী বাজারে এই ঘটনা ঘটে। জানা যায়, বাজারের জিয়াউদ্দিন মার্কেটের দু’টি দোকান সুলতানসাদী এলাকার আলী হোসেন গং ভারাটে লোকজন এনে দেশীয় অস্ত্রসস্ত্র¿ নিয়ে দখল করতে আসে। এ সময় জিয়াউদ্দিন গং তাদের বাধা দিতে গেলে আলী হোসেন গং তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় জিয়াউদ্দিন (৭০) তার ছেলে রব মিয়া (৩৫), শিপন (৩২) রাসেলসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিপনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জিয়াউদ্দিন জানায়, ওই সম্পত্তি ৪০ বছর ধরে ভোগদখল করে আসছি, আলী হোসেন গং জোরপূর্বক জায়গা দখল করলে এ নিয়ে আদালতে মামলা হয়। বর্তমানে মামলার শুনানি চলছে। আদালতকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে দখল করার পাঁয়তারা করছে। আড়াইহাজার থানা ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজার

১৮ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ