Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে বাস যাত্রীরা হয়রানির শিকার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস যাত্রীরা অভিলাস পরিবহনের মালিক, চালক ও হেলপারদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ফলে যাত্রীরা ঝুঁকি নিয়ে অটোরিকশাযোগে চলাচল করতে বাধ্য হচ্ছে। এ সুযোগে ইচ্ছামতো গলাকাটা ভাড়া আদায় করছে চালকরা।

যাত্রীরা জানায়, অভিলাস পরিবহনের লক্কড়ঝক্কড় মার্কা যাত্রীবাহি গাড়ি দিয়ে প্রতিদিন আড়াইহাজার থেকে ঢাকায় যাওয়া-আসা করছে যাত্রীরা। প্রায় সময়ই রাস্তায় বাসগুলো বিকল হয়ে পড়ছে। এতে প্রতিদিন ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেকে সিএনজিচালিত অটোরিকশা করেও চলাফেরা করতে হয়। এতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও যাত্রীরা কোনো সুফল পাচ্ছে না। ফলে অসাধু চালক ও মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে তারা।
আড়াইহাজারের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বাসের ভেতর ও বাইরের অবস্থা অত্যান্ত নাজুক। সিটিং সার্ভিস বলা হলেও যত্রতত্র যাত্রী ওঠানামা করা হচ্ছে। দূরত্বের তুলনায় অতিরিক্ত ভাড়া নেয়া হয়। কখনো কখনো দুই-তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠতে হয়। বাধ্য হয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিশায় যাতায়াত করছে। আবার কিছু বাস যাত্রী নিয়ে রাস্তায় বিকল হয়ে যাচ্ছে। কাঁচপুরের পর থেকে লোকাল বাস হয়ে যায়। যাত্রী নিয়ে গ্যাস নেয়া নিষিদ্ধ হলে সব সময় জীবনের ঝুঁকি নিয়ে গ্যাস নেয়া হচ্ছে।
নারী যাত্রী সাহিদা বলেন, সুযোগ বুঝে আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। আমরা তাদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছি। অভিলাস পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বলেন, আমাদের গাড়ির কোনো সঙ্কট নেই। ঢাকা থেকে প্রতি ২০ মিনিট পর পর গাড়ি ছাড়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন বলেন, খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজার

১৮ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ