বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজারে অসাধু ডিস ব্যবসায়ীদের অবৈধ বিদ্যুত সংযোগের ঝুলন্ত তারের স্পর্শে একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি ব্রীজ এলাকা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ, পল্লী বিদ্যুত অফিস ও স্থানীয়রা জানায়, আড়াইহাজার উপজেলায় ডিস ও ওয়াইফাই ব্যবসায়ীরা অবৈধ বিদ্যুত সংযোগে চালাচ্ছেন প্রায় তিন হাজার ক›্ট্েরালার। এসব ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছেনা প্রশাসন। ফলে অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটেই চলছে। শনিবার দুপুরে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি ব্রীজ এলাকায় উপর বিদ্যুতের অবৈধ সংযোগের জন্য আংটা লাগানো ঝুলে থাকা তারের স্পর্শে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের ছোয়া লাগে। মুহুর্তের মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটাছুট করতে থাকে। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউটিট ঘটস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় অগ্নিদগদ্ধ হয়েছে পিকআপ ভ্যানের হেলপার সামিউল। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন অফিসার শাজাহান হোসেন জানান, কিভাবে পিকআপ ভ্যানে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ধারনা করা হচ্ছে মহাসড়কের পাশের ঝুলন্ত তারের স্পর্শে পিকআপে আগুন লাগে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান জানান, জোনাল অফিস থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার স্থান পরিদর্শন করা হয়েছে। নিরাপদ বিদ্যুত সরবরাহের স্বার্থে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এই দূর্ঘটনা ঘটেছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অবৈধ ডিস ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।