Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ পিএম

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যরচর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেটাবিদ্ধ হানিফা (৬৫) ও আঃ রশিদকে (৬৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলমশাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আঃ রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আড়াইহাজার

১৮ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ