গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরতর আহত চট্টগ্রাম কলেজছাত্র রিফাত রাসূল সৈকতের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। এ অস্ত্রোপচারের মাধ্যমে পা ফিরে পেয়েছে রিফাত।
গত শনিবার রাতে জটিল অপারেশনটি সম্পন্ন করেন মেট্রোপলিটন হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল।
এ সময় তার সাথে অপারেশন টিমে ছিলেন কার্ডিয়াক সার্জন ডা: শরিফুল ইসলাম, চিফ অ্যানেস্থেসিওলজিস্ট ডা: মো. সুমন শিকদার।
রিফাতের বাবা আলমগীর হোসেন জানান, রিফাত নগরীর জামাল খান এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতাল থেকে স্থানান্তর করে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করি। মেট্রোপলিটন হামপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা: সারওয়ার কামাল বলেন, এ ধরনের রোগীকে ছয় ঘণ্টার মধ্যে অপারেশন সম্পন্ন করতে হয়। তা না হলে রোগীর ক্ষতিগ্রস্ত পা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি জীবনেরও ঝুঁকি থাকে। জরুরি অপারেশনের পর বর্তমানে রোগী সুস্থ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।