Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ রাউন্ডের বেশি খেলার সুযোগ নেই মাশরাফিদের

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : তিন দফায় সূচি পিছিয়ে আগামী ১২ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রিমিয়ার ক্রিকেট লীগ খেলতে ক্লাবগুলোর দাবিতেই দফায় দফায় পিছিয়েছে লীগের সূচি। তবে জাতীয় দলের ক্রিকেটারদের পুলে অন্তর্ভূক্ত করে, তাদেরকে দলে নেয়ার সুযোগ ক্লাবগুলোকে দিলেও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের আসন্ন আসরে ৪ রাউন্ডের বেশি তারকা ক্রিকেটারদের খেলার সম্ভাবনা নেই। আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট এবং ১ জুন থেকে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হেড কোচ হাতুরুসিংহের প্রস্তাবনায় এই দু’টি টুর্নামেন্টকে সামনে রেখে ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প হবে বলে জাতীয় দলের ক্রিকেটারদের ৪ রাউন্ডের বেশি খেলার সম্ভাবনা দেখছেন না প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খান ‘আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ফলে হিসেব করে দেখছি প্রিমিয়ার ডিভিশনে বড়জোর ৪ রাউন্ড খেলতে পারবে তারকা ক্রিকেটাররা।’
সুপার লীগে তারকাদের অংশগ্রহণ নিয়ে সন্দিহান তিনি ‘প্রতি পর্ব শেষে একদিনের বিরতি দিয়ে প্রথম পর্বের ফিকশ্চার তৈরি করা হচ্ছে। আগামী ১৮ মে’র মধ্যে প্রিমিয়ার ডিভিশনের প্রথম পর্ব সম্পন্ন করে পাঁচ-ছয় দিনের বিরতি দিয়ে সুপার লীগ শুরু করতে চাই। এভাবে ফিকশ্চার তৈরি হলে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সম্পন্ন করা সম্ভব। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তো জুনের তৃতীয় সপ্তাহে শেষ হবে। তাহলে তো সুপার লীগে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার সুযোগ দেখছি না।’
প্রিমিয়ার ডিভিশনে তারকা ক্রিকেটারদের দল-বদল সম্পন্ন করতে হবে ১০ এপ্রিলের মধ্যে। সে নির্দেশনা মেনে এখনো তামীম, মাহামুদুল্লাহ রিয়াদ, মুশফিক বাবু, সৌম্য, সাব্বিরদের দল-বদলের আনুষ্ঠানিকতা সারেনি মোহামেডান, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে আজ-কালকের মধ্যে সিসিডিএম অফিসে এই ক্রিকেটারদের দল-বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন আমিন খান ‘ওদের তো সশরীরে আসার দরকার নেই। বিশেষ কমিশনের টোকেন ওদের পক্ষ থেকে জমা দিলেই চলবে।’ এদিকে আইপিএল খেলতে কোলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়া সাকিব আল হাসানের নামে কমিশনে টোকেন তুলে তা জমা দিয়েছে গাজী গ্রæপ। প্রিমিয়ার ডিভিশনে খেলার সম্ভাবনা নেই জেনেও সাকিবকে টেনেছে এই কর্পোরেট প্রতিষ্ঠানটি। তবে আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদে খেলতে খেলতে আগামী ১১ এপ্রিল ঢাকা ছেড়ে যেতে প্রস্তুতি নেয়া মুস্তাফিজ এবার প্রিমিয়ার ডিভিশনে পাচ্ছেন না কোন ক্লাব এমন খবরই দিয়েছেন আমিন খান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠ ব্যাপকভাবে সংস্কার কর্মসূচি চলায় আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলা আয়োজনের সম্ভাবনা নেই। ফতুল্লা স্টেডিয়াম এবং বিকেএসপির দু’টি মাঠকে ঘিরে প্রিমিয়ার ডিভিশনের প্রথম পর্বের ফিকশ্চার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সিসিডিএম’র ওই কর্মকর্তা। উদ্বোধনী দিনে (১২ এপ্রিল) ফতুল্লায় আবাহনী খেলবে নবাগত খেলাঘরের বিপক্ষে, বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর-পারটেক্স এবং লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স মুখোমুখি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ