প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সারিকার সিডিউল ফাঁসানোর কারণেই পূর্ণিমাকে নিয়ে একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করলেন নির্মাতা। সম্প্রতি রাঙাপরী নামে যে বিজ্ঞাপনটির মডেল হয়েছেন পূর্ণিমা, তার মডেল হওয়ার কথা ছিল সারিকার। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানিয়েছেন সারিকা সিডিউল ফাঁসানোয় তাকে বাদ দিয়ে পূর্ণিমাকে নেয়া হয়েছে। এ নিয়ে নির্মাতা ও সারিকার পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আরিয়ানের ভাষ্য, সারিকার সঙ্গে কথা ছিল আগেরদিন (গত মঙ্গলবার) সন্ধ্যায় ইউনিটের গাড়িতে সে মানিকগঞ্জ যাবে। তারপর আমরা একটা রিহার্সেলের পর ভোরে শুটিং করবো। কিন্তু সময়মতো সারিকার কোনো খোঁজপাওা পায়নি। আরিয়ান বলেন, রাত ১টা পর্যন্ত সারিকার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ করতে পারিনি। এতে উপায় না পেয়ে লোকসানের ভয়ে পূর্ণিমা আপাকে চুড়ান্ত করি। তাকে নিয়েই শুটিং করা হয়। অন্যদিকে সারিকা এই ঘটনার পর বুধবার সন্ধ্যায় এই বিজ্ঞাপনের জন্য তাকে কুপ্রস্তাব দেয়া হয়েছে বলে অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সারিকা বলেন, ইউনিটের সঙ্গে শুটিংয়ে যাবো এমন কোনো কথা হয়নি। আমার আলাদা স্থানে শুটিং ছিল। মঙ্গলবার সেখানে শুটিং করি। এরপর সন্ধ্যায় আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। তারপর আর যোগাযোগ করতে পারিনি। পরে উনারা অন্য শিল্পীকে নিয়ে শুটিং করেছেন। এতে আমার দোষটা কোথায়! উল্লেখ্য, রাঙাপরীর এই বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে। এই বিজ্ঞাপনে সারিকার বদলে কাজ করছেন পূর্ণিমা এবং তার সহশিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়ক ইমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।