Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওয়া’র নির্মাতা যে সাহস দেখিয়েছেন তা কেউ দেখাতে পারে না-সালাউদ্দিন লাভলু

রিয়েল তন্ময়: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রায় মাসখানেক আগে মেজবাউর রহমাদন সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়। তবে হঠাৎ করেই সিনেমাটিতে শালিক পাখি ব্যবহার নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন বিভাগ সিনেমাটির নির্মাতার বিরুদ্ধে মামলা করে। এ নিয়ে শিল্পী ও নির্মাতারা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং প্রতিবাদ জানান। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপে সিনেমাটির বিরুদ্ধে দায়ের করা মামলা আপসনি®পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। বহুল আলোচিত সিনেমাটি নিয়ে কথা হয় নির্মাতা, অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলুর সাথে। ‘হাওয়া’ সিনেমাকে সাহসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে সালাউদ্দিন লাভলু বলেন, বাংলাদেশে মুলধারার যে সিনেমা এতদিন নির্মাণ হয়ে আসছিল ‘হাওয়া’ তারচেয়ে একটু ব্যতিক্রম। সাম্প্রতিক সময়ে দেশে এ ধরনের সিনেমা খুব একটা দেখা যায় না। এটি আমাদের চলচ্চিত্রের জন্য একটি পজিটিভ উদ্যোগ বলে আমি মনে করি। আমি সবাইকে হাওয়া দেখার অনুরোধ করব। এখানে নির্মাতা ও যারা অভিনয় করেছেন তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজটি করেছেন। কাজটি অনেক ভালো হয়েছে। নির্মাতা যে সাহস করে সিনেমাটি নির্মাণ করেছেন, এরকম সাহস কেউ দেখাতে পারে না। লাভলু বলেন, নির্মাতা যে লক্ষ্য নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন, তিনি সেটাই নির্মাণ করে দেখিয়েছেন। অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রশংসা করে লাভলু বলেন, হাওয়াতে দুর্দান্ত অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাছাড়া সম্প্রতি ভারতীয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে রিলিজ হওয়া কারাগারেও চঞ্চল দুর্দান্ত পারফর্ম করেছেন, যা দর্শক দেখলে বুঝতে পারবেন। আমরা যারা টেলিভিশনে কাজ করি আমরা তা বুঝি। ওটিটি প্ল্যাটফর্ম টা তৈরি হওয়াতে আমরা আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে পারছি। তাছাড়া এখন ওটিটিতে যে বাংলাদেশি কাজগুলো হচ্ছে বা যারা বানাচ্ছেন প্রত্যেকটা কাজ আন্তর্জাতিক মানের বলে আমি মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাওয়া’র নির্মাতা যে সাহস দেখিয়েছেন তা কেউ দেখাতে পারে না-সালাউদ্দিন লাভলু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ