Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে নির্মাতা হোসেন আলমগীর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তরুণ নির্মাতা হোসেন আলমগীর একটি ওয়েবফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। এটি তিনি কলকাতায় নির্মাণ করবেন। কলকাতার একটি ওটিটি প্ল্যটফরমে প্রচার করা হবে। ফিল্মটির নাম ‘দুয়ারগুলি ভাঙল’। এর গল্প লিখেছেন তানজিল সুচিরা। চিত্রনাট্য ও পরিচালনা হোসেন আলমগীর। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এটি নির্মিত হবে। শুটিং হবে কলকাতার, বারাসাত, দমদম, হাওড়া, শান্তিনিকেতনসহ বেশ কিছু লোকেশনে। এতে গান থাকবে তিন থেকে চারটি। একটি গান শুটিং করবেন বাংলাদেশে। ডিসেম্বরের ২য় সপ্তাহে এর শুটিং শুরু করবেন বলে আলমগীর জানান। এই কাজ শেষে আগামী বছরের এপ্রিলে একই ওটিটির জন্য আরেকটি ওয়েব ফিল্ম এর কাজ করবেন নেপালে। হোসেন আলমগীর বলেন, আমার ইচ্ছা, আমাদের শিল্প-সংস্কৃতিকে দেশের বাইরে পরিচিত করানো। কলকাতায় আমাদের অনেক শিল্পী কাজ করেন। তারা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছেন। একজন নির্মাতা হিসেবে আমিও আমার দেশের প্রতিনিধিত্ব করতে চাই। এ লক্ষ্য নিয়েই কলকাতায় কাজ শুরু করেছি। আশা করছি, সফল হবো। উল্লেখ্য, হোসেন আলমগীর দেশের বেশ কিছু দর্শকপ্রিয় নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাউরী, পরি, নো ওয়ে, প্রোক্সিলাভ, দখিন দুয়ার খোলা, স্বপ্ন চুরি, রঙ মাস্টার, মাস্টুষ, আলফা সেভেন, মানিক জোড় ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাতা হোসেন আলমগীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ