প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিয়ে করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। গত শুক্রবার দুপুরে পারিবারিক আয়োজনে তিনি বিয়ে করেন। পাত্রী জহুরা আক্তার যুথী। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, সাংবাদিক ও শিল্পীরা উপস্থিত হন। মানিক জানান, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, তরুণ প্রজন্মের নির্মাতা মানিক বরাবরই রুচিশীল সিনেমা নির্মাণ করেন। ২০০৫ সালে শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্তপ্রকাশ করেন। ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে তার পরিচালিত ‘আশীর্বাদ’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ এবং ‘যাও পাখি বলো তারে’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।