মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নতুন করে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব রুখতে গাড়ি নির্মাণ বন্ধের ঘোষণা দিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা নিও। নিজস্ব মোবাইল অ্যাপে সম্প্রতি এক ঘোষণায় নিও জানায়, গত মার্চ থেকেই কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে জিলিন, সাংহাই ও জিয়াংসুসহ কয়েকটি শহরে সাপ্লাইয়াররা কার্যক্রম বন্ধ করেছে। এখনো সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গাড়ি নির্মাণ বন্ধ করতে যাচ্ছে নিও। গত ২৮ মার্চ থেকে টেসলা তাদের সাংহাই কারখানায় গাড়ি নির্মাণ বন্ধ রেখেছে। শুরুতে দুই ধাপে সাংহাইয়ের দুই অংশে লকডাউন আরোপ করে নগর কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে পুরো শহরে একযোগে লকডাউন দেয় তারা। এদিকে জিলিনে এফএডব্লিউ গ্রুপের সঙ্গে ফক্সওয়াগনের জয়েন্ট ভেঞ্চার কারখানা মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ রয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।