Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্র নির্মাতা এ কে এম সেলিমের চিকিৎসা সহায়তার আহবান

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

চলচ্চিত্র পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার এ কে এম সেলিম বিগত ছয় মাস ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত মহাসচিব শাহীন সুমন জানান, অসংখ্য সিনেমার স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক এ কে এম সেলিমের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। বিগত ছয় মাস ধরে ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার পরিবার হিমশিম খাচ্ছে। আমরা সমিতির পক্ষ থেকে যতটুকু সম্ভব তাকে সহায়তা করার চেষ্টা করছি। তবে তার চিকিৎসার জন্য এ সহায়তা যথেষ্ট নয়। এই মেধাবী নির্মাতার চিকিৎসা সহায়তার জন্য চলচ্চিত্রের অন্যান্য সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। সঠিক চিকিৎসা পেলে তাকে সুস্থ করে তোলা সম্ভব। এজন্য অনেক অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং সরকারের কাছে আহবান জানাই তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য। উল্লেখ্য, এ কে এম সেলিম কারিশমা ও ধরিয়ে দিনসহ বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেন এবং অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার চিত্রনাট্য রচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ