Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৌম্য ট্যান্ডন ‘ভাবি জি ঘর পার হ্যায়’ ছাড়ছেন?

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গুজব রটেছে সৌম্য ট্যান্ডন ‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিয়ালটি ছেড়ে দিচ্ছেন। অ্যান্ডটিভির সিটকম শোটিতে তিনি আনিতা ভাবির ভ‚মিকায় অভিনয় করেন।
প্রডাকশন হাউসের সঙ্গে তার চুক্তি নবায়ন করেননি বলে এই গুজবের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই তার ভক্ত আর সিরিজটির দর্শকরা এতে বেশ নিরাশ হয়েছে। এর আগে আঙ্গুরি ভাবির ভুমিকা থেকে শিল্পা শিন্দে বিদায় নিলে তার স্থলাভিষিক্ত হন শুভাঙ্গি আত্রে।
সৌম্য শোটি ছেড়ে দিলে সিরিজটির গ্ল্যামার বিপুলভাবে হ্রাস পাবে।
‘ভাবি জি ঘর পার হ্যায়’ ১৯৯০ দশকের কমেডিকে টিভি পর্দায় ফিরিয়ে এনেছিল।
সৌম্য’র বিদায়ের এই আভাস সিরিজের নির্মাতাদের জন্য বড় একটি ধাক্কা কারণ এরই মধ্যে অভিনেত্রী শিল্পা শিন্দে অন্যতম প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। তার এই অভিযোগের সমর্থন দিয়েছেন অভিনেত্রী সমীক্ষা।
‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিজটিতে প্রধান কয়েকটি ভূমিকায় অভিনয় করেন রোহিতেশ গৌড়, আসিফ শেখ এবং শুভাঙ্গী আত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৌম্য

২২ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ