Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফিকে ওয়ানডেতে অনেক দিন দেখতে চান সাকিব সাকিবের প্রতি কৃতজ্ঞ মাশরাফি

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ তে সাকিবের জন্য অধিনায়কের চেয়ারটা যে ছেড়ে দিতে হচ্ছে, তা টের পেয়েছিলেন শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের আগে। বিসিবি প্রধানের মুখ থেকে যখন তিন ভার্সনের ক্রিকেটে তিন অধিনায়ককে বেছে নেয়ার প্রস্তাব শুনেছেন এবং টি-২০তে সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সাকিবের নামটি জোরেশোরে উচ্চারিত হয়েছে, তখন এই ভার্সনের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেসবুকের মাধ্যমে করেছেন প্রকাশ। মাঠে টি-২০ থেকে বিদায়টা চেয়েছিলেন ভালোভাবে, জয় দিয়ে টি-২০ সিরিজ শেষ করার ইচ্ছেটা মনের মধ্যে রেখেছিলেন পুষে। বিদায়ী ম্যাচে বাংলাদেশকে জয় উপহার দিতে পেরেছেন, এভাবে বিদায় নিতে পেরে নিজের কাছেই অন্য এক অনুভূতি মাশরাফির। যার হাতে সোপর্দ করতে হতে পারে অধিনায়কত্ব, অল রাউন্ড পারফরমেন্সে (৩৮ রানও ৩/২৪) সেই সাকিব মাশরাফিকে দিয়েছেন সেরা বিদায়ী উপহার।
টি-২০ বিদায়ী ম্যাচে সাকিবের ভূমিকাকে তাই ম্যাচ শেষে বিশেষ কৃতিত্ব দিয়েছেন মাশরাফি ‘সাকিব যখন মাঠে এমন সক্রিয় থাকে কাজটা অনেক সহজ হয়ে যায়। ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচেও ও এমনই ছিল। আমি যখন ফাইন লেগে ফিল্ডিং করেছি, তখন ও বোলারের সঙ্গে কথা বলে ফিল্ডিং সাজিয়েছে। ফলে দৌড়ে দৌড়ে আমাকে বার বার বোলারের কাছে যেতে হয়নি।’ ভবিষ্যত টি-২০ অধিনায়ক সাকিবকে আগাম শুভকামনা জানিয়েছেন মাশরাফি ‘ আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভ কামনা। আমার বিশ্বাস সে এখান থেকে বাংলাদেশ দলকে অনেক সামনে এগিয়ে নিবে।’
মাশরাফির বিদায়ী টি-২০ ম্যাচে অল রাউন্ড পারফরমেন্সে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে কলোম্বো থেকে গত পরশু রাতে উড়ে গেছেন সাকিব। মাশরাফির বিদায়ী টি-২০ ম্যাচে আবেগ ছুঁয়েছে এই যান্ত্রিক ক্রিকেটারেরও ‘ তিনি ড্রেসিংরুমে অন্য ধরনের এক ব্যক্তিত্ব। স্বাভাবিকভাবেই ওনার অনুপস্থিতি আমরা সবাই মিস করব। মাঠের ভেতরে এবং বাইরে অনেক জায়গায় তার সমর্থন দরকার হয়। তার মতো হেল্পফুল মানুষই হয় না। তাই তার এমন বিদায় ভীষণ কষ্টের অনুভ‚তি।’
টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারকে ইতি বললেও ওয়ানডে ক্রিকেটে আরো অনেক দিন মাশরাফিকে টিমমেট হিসেবে দেখতে চান সাকিব ‘ ক্রিকেটে কেউ তো আর আজীবন খেলবে না। একটা সময় অবসর নিতেই হবে। ভবিষ্যতের জন্য ওনাকে শুভেচ্ছা জানাই। তিনি তো আর একবারে চলে যাচ্ছেন না। তিনি আমাদের ওয়ানেডে দলের অনেক বড় একটা অংশ। আমি চাইব ওয়ানডেতে যেন মাশরাফি ভাই অনেকদিন খেলেন। আগের মতো বাংলাদেশের ক্রিকেটকে ওয়ানডেতে উনি আরো সামনের দিকে এগিয়ে নেবেন বলেই আশা করি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ