রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : জেলা শহরের নগুয়া, বিন্নগাঁও, এতিমখানা রোড প্রভৃতি এলাকায় একদল মুখোশধারী সন্ত্রাসীদের ব্যাপক হামলার প্রতিবাদে মানবববন্ধন করেছে এলাকাবাসীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের নগুয়ার মোড়ে কয়েক হাজার এলাকাবাসী, বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করীম অমি, কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. ইয়াকুব সুমন, কামরুন্নাহার লিপি, সাবেক কাউন্সিলর ওয়াহিদুজ্জামন জুয়েল, এনজেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ খন্দকার আনোয়ার হোসেন, লাইসীয়াম প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঋতু রায়, নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক এ কে নাছিম খান, সাংবাদিক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কৃষক লীগের পৌর কমিটির সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা রুহুল আমিন খান ও শফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাতে উল্লেখিত এলাকায় ২০/২৫ জনের মুখোশধারী সন্ত্রাসী দল চাপাতি, রামদা ইত্যাদি অস্ত্র নিয়ে অন্তত ৫০টি দোকানঘর ও বাসাবাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং স্কুলছাত্রসহ অন্তত সাতজন পথচারীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।