নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নামার কিছুক্ষণ আগেও ঘূর্ণাক্ষরে টিমমেটদের টের পেতে দেননি মাশরাফি। ক্রিকেটারদের আবেগ স্পর্শ করুক, ম্যাচে পড়–ক বিরূপ প্রভাব তা চাননি মাশরাফি। ম্যাচে নামার আগে যখন টিমমেটদের উদ্দেশে টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তখন স্তম্ভিত হয়ে পড়েছে পুরো ড্রেসিংরুম। প্রিয় ক্রিকেটার, দলনেতার মুখ থেকে এমন ঘোষণা শুনে নিজের কানকেও বিশ্বাস হয়নি মোসাদ্দেকের ‘প্রতিটি ম্যাচের আগে টিম মিটিং হয়। ব উনি যখন এই কথাটা ঘোষণা করলেন, দলের সবাই স্তব্ধ হয়ে পড়ে। তার মুখ থেকে এমন একটা সিদ্ধান্ত শোনার পর কেউ কিছু বলতে পারছিল না। মাশরাফি ভাইয়ের সিদ্ধান্ত শুনে খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার, মাঠে নামার সময় তার অনুপ্রেরণা দেয়ার জায়গা আগের মতোই ছিল। বলেছেন, আমরা যদি শক্ত না হই, তাহলে ম্যাচ জিততে পারব না, বা ইতিবাচক থাকতে পারব না। উনি আমাকে বলছিলেন, তুই খুব ভালো ছন্দে আছিস। পরের প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে তুই, মিরাজ, মুস্তাাফিজ আছিস।’ মোসাদ্দেকের মধ্যে ভবিষ্যতের অধিনায়কের গুণাবলী দেখতে পাচ্ছেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে যখন এ কথা বলেছেন মাশরাফি, তখন আরো বেশি আবেগি হয়ে পড়েছেন মোসাদ্দেক ‘তিনি বলেছেন, নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন পরবর্তী অধিনায়ক হতে পারিস। এটা শোনার পর থেকে আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। এখন থেকে নিজেকে সেভাবেই প্রস্তত করব।’ তামিম নিজের ফেসবুকে লিখেছেন ‘মাশরাফি ভাইকে নিয়ে যাই বলি না কেন, তা কম হবে। তার হয়তো কোনও বিশ্বরেকর্ড নেই, নেই ৪০০ বা ৫০০ উইকেট। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে সে তার কীর্তি ঠিকই রেখে গেছে। তার অধীনে বাংলাদেশ দলের এই পরিবর্তন ও উদ্যম বিশ্বরেকর্ডের চেয়েও বিশেষ কিছু আমার কাছে। আমার কাছে তিনিই জীবন্ত কিংবদন্তি।’ মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন ‘টি-২০ ক্যারিয়ারে আপনার অবদানের জন্য অভিনন্দন জানাই। আমরা আপনাকে খুবই মিস করবো, বিশেষ করে আমি। আপনি আমার ভাই ও বন্ধু। যার কাছে সব কিছুই শেয়ার করতে পারি। আপনি আসলেই একজন যোদ্ধা।’ ফেসবুকে তাসকিন লিখেছেন ‘জানি না আর কতদিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাবো। ভাইয়া জীবনে যাদেরকে অফুরন্ত ভালোবাসি এবং যাদেরকে মানি তার মধ্যে আপনি অন্যতম।’ এদিকে মাশরাফির এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি ‘আমাদের সঙ্গে যা কথা হয়েছে, তাতে করে তার টি-২০ থেকে অবসরে যাওয়ার কথা নয়। যতদূর জানি, সে শুধু অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। এখন যদি সে ফর্মে থাকে, ফিট থাকে, তাহলে কেন আমরা তাকে খেলাবো না। গতকাল (গত পরশু) সে ভালো বোলিং করেছে। মাশরাফি সব সময় বলে আসছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজই হবে তার শেষ সিরিজ। কিন্তু আমরা ভেবেছিলাম শেষ ম্যাচে হয়তো সে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবে।’ দেশপ্রেম, দলের জন্য আত্মত্যাগের দৃষ্টান্তে মাশরাফি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে স্বীকার করছেন বিসিবি প্রধান ‘যখন তাকে ক্যাপ্টেন করেছিলাম, তখন তার পারফরম্যান্স তেমন ভালো ছিল না। সে শুধু একজন খেলোয়াড়ই নয়। বেশি রান বা ভালো বল করা বড় কথা নয়। ওর মধ্যে আছে নেতৃত্ব দেয়ার অসাধারণ ক্ষমতা, দলের প্রতি, দেশের প্রতি ভালোবাসা, আত্মত্যাগ। প্রয়োজনে সে জীবন দিয়ে দেবে দেশের জন্য, দলের জন্য। মাশরাফির অধিনায়কত্ব আমরা মিস করব। ওর শূন্যস্থান পূরণ করা অসম্ভব। ভালো খেলোয়াড় পেলেও মাশরাফির বিকল্প পাওয়া যাবে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।