Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএফইউজে’র কাউন্সিলে প্রস্তাব চলমান জাতীয় মুক্তি সংগ্রামে সাংবাদিকদেরও অংশ নিতে হবে

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ বলেছেন, নবম ওয়েজবোর্ড গঠনে রাজনৈতিক চালবাজি চলছে। এ ধরনের দলীয় ওয়েজবোর্ড সাংবাদিকরা মানবে না। অতীতে কখনো একতরফা ওয়েজবোর্ড হয়নি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাউন্সিলে মহাসচিবের রিপোর্ট উপস্থাপন করেন এম আবদুল্লাহ। বক্তব্য রাখেন, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান সহ-সভাপতি মুনশী আবদুল মাননান, সহকারী মহাসচিব মোহাম্মদ মোদাব্বের হোসেন, মোহাম্মদ শাহনওয়াজ, নুর ইসলাম, সাবেক সহসভাপতি নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হুসাইন, সাবেক কোষাধ্যক্ষ আহমেদ মতিউর রহমান, বিএফইউজের বর্তমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আবু ইউসুফ, সাংবাদিক নেতা কায়কোবাদ মিলন, বাসসের ইউনিট প্রধান আবুল কালাম মানিক, যশোরের সাংবাদিক নেতা মোস্তফা রুহুল কুদ্দুস, চট্টগ্রামের ইস্কান্দার আলী চৌধুরী, কক্সবাজারের নূরুল ইসলাম প্রমুখ। কাউন্সিলের কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন ওবায়দুর রহমান শাহীন।
কাউন্সিল অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, দেশের গণমাধ্যমে যে দলন-নিপীড়ন-নিয়ন্ত্রণ ও সাংবাদিক নির্যাতন চলছে রাজনৈতিক পরিবর্তন ছাড়া তা থেকে উত্তরণ সম্ভব নয়। চলমান যে জাতীয় মুক্তি সংগ্রাম চলছে তাতে অন্যান্য পেশার মানুষের সাথে সাংবাদিকদেরও অংশ নিতে হবে। প্রস্তাবে আরও বলা হয়- সব সাংবাদিক ইউনিয়নের মতামতের ভিত্তিতে অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন; আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও ৩৫টি বন্ধ অনলাইনসহ সব মিডিয়া খুলে দিতে হবে, সাগর-রুনিসহ ২৮ জন সাংবাদিক হত্যার বিচার; বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামসহ সব সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার; তথ্য প্রযুক্তি আইন ৫৭ ধারা, স¤প্রচার নীতিমালাসহ সব কালাকানুন বাতিল; জাতীয় প্রেসক্লাব থেকে বাতিল করা ৪৩ সাংবাদিকের সদস্যপদ পুনর্বহাল এবং সব ধরনের সামাজিক মাধ্যমের ওপর আরোপিত নজরদারি ও নিষেধাজ্ঞা প্রতাহার করতে হবে।
কাউন্সিলে বিভিন্ন অঙ্গ ইউনিয়নের পক্ষ থেকে রিপোর্ট পেশ করেন যথাক্রমে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মাহবুবুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আবদুল আউয়াল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার আবদুর রাজ্জাক রানা, সাংবাদিক ইউনিয়ন যশোরের নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের হাসানুর রশীদ, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের আবদুল গোফরান ভূইয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের শামিমুল হাসান অপু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাইফুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের দেলোয়ার হোসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অংশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ