নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরের মাঠে হচ্ছে নারী এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে গতকাল থেকে সিলেটে শুরু হয়েছে এবারের আসর। এবারের বিশেষত্ব হচ্ছে, প্রথমবারের মতো মেয়েদের এশিয়া কাপের সব ম্যাচ মেয়েরাই পরিচালনা করছেন। আম্পায়ার ও ম্যাচ রেফারি প্যানেলে নেই কোনো পুরুষ অফিসিয়ালস। তবে হতাশার খবর হচ্ছে, নিজ দেশে এমন ইতিহাসের সাক্ষী হতে সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। মোট ৯ জন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করছেন এবারের এশিয়া কাপে। তাঁদের মধ্যে ভারতের ব্রিন্দা গানশিয়াম রাথি ও গায়েত্রী ভেনুগোপানাল, পাকিস্তানের হুমায়রা ফারাহ ও সালিমা ইমতিয়াজ, শ্রীলঙ্কার করছেন লিন্ডামুলাগে দেদুনু ভিন্দা উইজায়ানথি ডি সিলভা ও নিমালি দিনুশি পেরেরা ছাড়া সংযুক্ত আরব আমিরাতের হেমাঙ্গি ইয়েরজাল, মালয়েশিয়ার নূর হিজরাহ আমাত সুজাঙ্গি ও কাতারের শিভানি মিশ্রাও আছেন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার ভেনেসা রেচ ডি সিলভা ও ভারতের শারভা লক্ষ্মী গানডিকোটা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।