Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মির্জাপুরে জালিয়াতির মাধ্যমে নামজারি গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি), নাজির ও ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তার স্বাক্ষর জাল করে নামজারি ও ডিসিআর তৈরির অপরাধে সাবেক ইউপি সদস্য সহ দ্ইুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য অষ্টমুনসিয়া গ্রামের নয়া মিয়ার ছেলে শাজাহান মিয়া (৪৫) ও একই ইউনিয়নের চৌহাত্তুর গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে জুলহাস মাহমুদ (৩৮)।
পুলিশ ও সহকারি কমিশনার (ভূমি) অফিস সূত্র জানান, গ্রেফতারকৃতরা এ উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই মমিননগর মৌজার ২৪৩৩ দাগের ৪ শতাংশ জমি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. নাদিরা আক্তার এবং একই দাগের ৮৫ পয়েন্ট জমি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বর্তমান রুমানা ইয়াসমিন এবং ইউনিয়ন (ভূমি) সহকারি কর্মকর্তা শাখাওয়াত হোসেনের স্বাক্ষর জাল করে নিজের নামে নামজারি করেন। পরে তারা ওই জমির উপর পাকা ভবন নির্মানের জন্য জুলহাস মাহমুদ উপজেলা প্রকৌশলী বরাবর নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। উপজেলা প্রকৌশলী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের কাছে অবহিত করলে তিনি সহকারি কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিনের কাছে তদন্তে পাঠান। সেখানে দুটি নামজারি ও ডিসিআর ভুয়া এবং জাল হিসেবে প্রমানিত হলে তাদেরকে পুলিশে দেয়া হয়।
গোড়াই ইউনিয়ন (ভূমি) সহকারি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুর

২ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ