প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আমাজন প্রাইমের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’-এর তৃতীয় সিজন এই বছরই মুক্তি পাবে, তা নিশ্চিত। কোন মাসে সিরিজটি দর্শকদের কাছি পৌঁছবে তা নিয়ে যেমন গুজবের অন্ত নেই তেমনি কাহিনীর মূল কাঠামো কী হবে তা নিয়েও আগ্রহী দর্শকদের মাঝে গুঞ্জন চলছে। ‘সিজন থ্রি’র শেষে মুন্না ত্রিপাঠী (দিব্যেন্দু শর্মা) নিহত হয়, এটা সবাই দেখেছে, তবে এই পর্বে তার নাটকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা আছে। দ্বিতীয় মৌসুম ছিল মূলত মুন্না আর তার বাবা কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) ওপর আলি ফজল রূপায়িত গুড্ডুর প্রতিশোধ নেবার গল্প। শেষ দৃশ্যে সে মুন্নাকে হত্যা করে (?!) আংশিক সফল হয়। শারদ (আনজুম শর্মা) মারাত্মক আহত কালিনকে উদ্ধার করে নিয়ে যায়, গুড্ডু মির্জাপুরের অপরাধ জগতের রাজা হয়। মুন্না আপাত দৃষ্টিতে নিহত হলেও পরিচালকের ইচ্ছা তাকে নতুন মৌসুমে ফিরিয়ে আনা, কিভাবে আনবেন সেটা তার বিবেচ্য। কাহিনীতে আরেকটি সম্ভাব্য নিয়তি হল গুড্ডুর বোন ডিম্পিকে (হর্ষিতা গৌর) বিয়ে করবে রবিন (প্রিয়াংশু পাইন্যুলি); শেষ পর্বে তাদের বাগদানের সম্ভাবনা দেখান হয়েছে। এটা অবশ্য তেমন কোনও বিষয় নয়, তবে গুঞ্জন চলছে রবিন চরিত্রটি নিয়ে, তার বাবা মায়ের পরিচয় সে তেমন করে দেয়নি আগের কাহিনীতে। সম্ভাবনা আছে সে কালিনের অবৈধ সন্তান। আর ডিম্পিকে সে বিয়ে করবে গুড্ডুর কাছাকাছি পৌঁছে প্রতিশোধ নেবার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।