Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় মৌসুমে ফিরছে ‘মির্জাপুর’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ আরেক মৌসুমের জন্য ফিরছে। স্ট্রিমিং চ্যানেল আমাজন প্রাইম জানিয়েছে, ২৩ অক্টোবর দ্বিতীয় মৌসুম মুক্তি পাবার পর শিগগিরই তৃতীয় মৌসুম ফিরছে। ওটিটি প্লাটফর্মটির পক্ষ থেকে জানান হয়েছে ভারতে ‘মির্জাপুর’ ছিল তাদের সবচেয়ে জনপ্রিয় শো। তারা আরও জানায় প্রথম মৌসুম যারা দেখেছে তাদের অর্ধেক দ্বিতীয় মৌসুম ৪৮ ঘণ্টার মধ্যে বিঞ্জ-ওয়াচ (টানা সবগুলো পর্ব দেখেছে) করেছে। উত্তর প্রদেশের পটভূমিতে সিরিজটি ক্ষমতা, অবৈধ ব্যবসা, রাজনীতি আর প্রেম নিয়ে সহিংস বিবাদের কাহিনী। মির্জাপুর শহরের আধিপত্য নিয়ে এটি কয়েকটি পরিবারের মধ্যে রক্তক্ষয়ী বিবাদের বর্ণনা। অভিনয় করেছেন- পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা, শ্বেতা ত্রিপাঠী শর্মা, রাসিকা দুগ্গাল, হর্ষিতা শেখর গোর, অমিত সিয়াল, আঞ্জুম শর্মা, শিবা চাদ্ধা, মনু ঋষি, রাজেশ তাইলাং। দ্বিতীয় মৌসুমে যোগ দিয়েছন বিজয় ভার্মা, প্রিয়াংশু পাইন্যুলি এবং ইশা তালভার। আমাজন প্রাইমের অপর্ণা পুরোহিত বলেছেন : “গত দুই বছরে দর্শকরা ‘মির্জাপুর’-এর জগত আর চরিত্রগুলোর গল্পের সঙ্গে মিলেমিশে আছে। সিরিজটির জন্য তাদের ভালবাসা ছিল অভূতপূর্ব। তাদের এই উৎসাহব্যঞ্জক সাড়া আমাদের নতুন আর রোমাঞ্চকর কাহিনী উপস্থাপনে উদ্বুদ্ধ করেছে। আশা করি তারা কাহিনীর এই অধ্যায়ও উপভোগ করবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুর

২ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ