বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের ডেকে জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী রোজিনা আক্তার টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মনোনয়নপত্রে ভুলের অজুহাতে তিনি টাকা আদায় করছেন। শনিবার প্রার্থীদের মধ্যে অন্তত ১০ জনের কাছ থেকে ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন কাউন্সিলর প্রার্থী জানান, গত শুক্রবার থেকে রোজিনা আক্তার বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর মুঠোফোনে কল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে বলেন। তাঁর কথামত প্রার্থীদের অনেকে শনিবার তাঁর সঙ্গে দেখা করেন। তিনি ওই প্রার্থীদের মনোনয়নপত্রে নাম-স্বাক্ষর সঠিক না হওয়াসহ বিভিন্ন ভুলের কথা কথা বলে টাকা দাবি করেন। এক প্রার্থী জানান, তাঁর মনোনয়নপত্রে সমর্থক হিসেবে যিনি রয়েছে তিনি স্বাক্ষরের স্থলে পুরো নাম লিখেছেন। ওই ভুল ঠিক করে দিতে তাঁকে ডাকা হয়েছিল। দুই কাউন্সিলর প্রার্থী জানান, মনোনয়নপত্রের ভুল সংশোধনের জন্য তাঁরা রোজিনা আক্তারকে ১০ হাজার করে টাকা দিয়েছেন। অপর এক কাউন্সিলর প্রার্থী জানান, তাঁকে ডেকে নিয়ে মনোনয়নপত্রের ভুল শুনিয়ে রোজিনা মনোনয়নপত্রের ভুল ঠিক করার পাশাপাশি চা-পান খাওয়ার জন্য টাকা চান। পরে তিনি ৫ হাজার টাকা দিয়েছেন।
এ ব্যাপারে রোজিনা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, সমস্যার কারণে প্রার্থীদের ডাকা হয়েছে। তাঁদের ভুল দেখিয়ে দেয়া হয়েছে এটা মানবিকতা কারণে। মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীদের ডাকার বিষয়ে তিনি জানান, প্রার্থীদের ভালর জন্য তাঁদের ডাকা হয়েছে। এটা যে তাঁদের কতটা উপকার হয়েছে তা পাশ করার পর বুঝবে।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, রোজিনা সহ কয়েকজনকে কাজে সহযোগিতা করার জন্য অন্যত্র থেকে তাঁর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়ার বিষয়টি তাঁর জানা নেই। তার বিরুদ্ধে বিধি মোতাবেক পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।