Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবে আসছে ‘মির্জাপুর থ্রি’, খবর ফাঁস করলেন শ্বেতা ত্রিপাঠী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

অ্যামাজন প্রাইমের দুর্দান্ত ওয়েব সিরিজ ‹মির্জাপুর›-এর তৃতীয় সিজনের জন্য ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সিরিজের দুই সিজনই ছিল সুপার হিট। এখন সবাই জানতে চায় কবে নির্মাতারা তৃতীয় সিজন রিলিজ করবেন? ‘মির্জাপুর’-এর গোলু অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন এবং সিজন ৩ সম্পর্কে কিছু বিশেষ তথ্য শেয়ার করেছেন। শ্বেতা ত্রিপাঠী ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন, যেগুলি ‹মির্জাপুর› সিজন ওয়ানের শুটিংয়ের সময় তোলা। এই ছবিতে তাঁর পাশাপাশি সহ-অভিনেতা আলি ফজল, বিক্রান্ত মাসে, দিব্যেন্দু শর্মা এবং শ্রেয়া পিলগাঁওকরকে দেখা যাচ্ছে। পোস্ট করা ছবির মধ্যে কিছু ছবি সেটে মজার এবং কিছু শুটিং য়ের। ‘মির্জাপুর ১’-এ সেই দৃশ্যের একটি ছবিও র য়েছে, যখন সুইটি ও বাবলু পন্ডিতের মৃত্যু দেখানো হয়েছে। শ্বেতা ত্রিপাঠী এই ছবিগুলির সঙ্গে একটি ক্যাপশন লিখেছেন, যেখানে তিনি ‘মির্জাপুর সিজন ৩’ সম্পর্কিত কিছু বিশেষ খবর শেয়ার করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‹জুলাই শুরু হ য়েছে এবং সিজন ৩ এর যাত্রা শীঘ্রই শুরু হবে.. রইল সিজন ওয়ানের দ্রুত সংক্ষিপ্ত বিবরণ›। এই ক্যাপশন থেকেই স্পষ্ট যে শীঘ্রই শুরু হতে চলেছে সিজন ৩-এর শুটিং। শ্বেতা ত্রিপাঠী এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে। অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করছেন ‹মির্জাপুর›-এর সিজন ৩ কবে আসছে? পোস্টে মন্তব্য করে এক নেটিজেন লিখেছেন, আমরা কি বাবলু পণ্ডিতকে ফিরি য়ে আনতে পারি? কিছু জাদু করুন এবং ওকে ফিরি য়ে আনুন›। এক ফ্যান লিখেছেন, ‹সিজন ৩-এর জন্য অপেক্ষা করতে পারছি না›। একইভাবে আরেকজন লিখেছেন, ‘কবে আসছে?’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবে আসছে ‘মির্জাপুর থ্রি’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ