Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল-সমাবেশ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ডাকবাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিজভী আলম রানা, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা ছাত্রলীগ ধর্মের নামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখে দিতে বদ্ধপরিকর। সমাবেশে বক্তারা আরও বলেন, অতীতেও বাংলাদেশ ছাত্রলীগ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। সমাবেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিরা ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করছে না। তারা দেশ ও ধর্মের ক্ষতি করছে। তাদের এ অপতৎপরতা রুখে দিতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ