Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জোড়া সেঞ্চুরি

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের দুই ভেন্যুতে হচ্ছে এসিসির ইমার্জিং টিমস এশিয়া কাপ। গতকাল চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয় শ্রীলংকা অনূর্ধ্ব-২৩ দল। আর এম এ আজিজ স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। কিন্তু দুই ভেন্যুতেই গ্যালারি ছিল একেবারেই ফাঁকা। তাই আফগান ব্যাটসম্যান এহসান ও ভারতের দলপতি বাবা অপরাজিতের দুর্দান্ত সেঞ্চুরি দেখার যেন কেউ ছিল না। চট্টগ্রামের এই দু’টি ভেন্যুতে অর্ধশতাধিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো ম্যাচেই এমন দর্শকখরা দেখা যায়নি। অধিনায়ক বাবা অপরাজিতের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে লংকানদের হারিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপে শুভ সূচনা করেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব-২৩ দলটি নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। অধিনায়ক বাবা অপরাজিত ৯১ বলে তিনটি বিশাল ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ১০০ রান করেন। এছাড়াও ওপেনার শিভাম চৌধুরী ৫৬ ও মিডল অর্ডার ব্যাটসম্যান হানুমা বিহারী ৫৬ রান করেন। জবাবে সবক’টি উইকেট হারিয়ে ৪৮ দশমিক ২ ওভারে ২৫৩ রান করতে সমর্থ হয় লংকানরা। ফলে ৩৫ রানের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। দলের পক্ষে আশালংকা ৬৮ এবং সিহান জয়সুরিয়া ৬৪ রান করেন। ভারতের অশ্বিন ও কানিশ তিনটি করে উইকেট পান।
এদিকে, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মালয়েশিয়াকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এহসানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে আফগানরা। ১১৪ বলে ১০টি চার ও দু’টি বিশাল ছক্কায় ১০৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আফগান ব্যাটসম্যান এহসান। মালয়েশিয়ান পেসার ডেরেক মাইকেল চার উইকেট লাভ করেন। জয়ের জন্য ২৮৫ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ