Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মোবাইল অপারেটরদের সেবা যাচাইয়ে যাচ্ছে বিটিআরসি

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান যাচাই করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। আজ থেকে শুরু করে কয়েকধাপে অপারেটদের নেটওয়ার্কের শক্তি পরিমাপ করবে কমিশন। এর মধ্যে ডাটার (ইন্টারনেট) গতি পরিমাপ করতে গিয়ে বিটিআরসি বিভিন্ন এলাকায় ইউটিউব এবং ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ডেটার গতি পরিমাপ করবে বলে বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়। কমিশন সূত্রে জানা যায়, একটি নির্দিষ্ট জায়গায় কোন অপারেটরের নেটওয়ার্কের কি অবস্থা সেটা তারা পরিমাপ করা হবে। একই সাথে সেই স্থানে কল সাক্সেসরেট, কলড্রপের হার এবং ডাটার শক্তি পরিমাপ করবেন তারা। বিটিআরসির নিজস্ব ড্রাইভ টেস্ট যন্ত্রপাতি দিয়ে প্রথম দফায় আজ ও আগামীকাল পরপর দুই দিন এই সেবার মান পরিমাপ করা হবে। এই দফায় বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক কাজী মোঃ আহসানুল হাবীব মিথুন এবং উপ-সহকারী পরিচালক নেহার আহম্মদ সেবা ক্ষমতা পরিমাপ করবেন। তবে তারা কোথায় কোথায় এই কার্যক্রম পরিচালনা করবেন সেটি বলা হচ্ছে না। একইভাবে দ্বিতীয় দফায় সহকারী পরিচালক আবদুল্লাহ আল আমিন এবং উপ-সহকারী পরিচালক কামরুল হাসান হিরু সেবার গুণগতমান পরিমাপ করবেন। এর আগে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন জায়গায় এমন সেবা মান তারা পরীক্ষা করেছেন। দেশের ১৬টি জেলায় কয়েকদফায় এই পরীক্ষা চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানী

১৩ ডিসেম্বর, ২০২২
১৭ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ