পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতদের লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেডিকেল সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাসাবো এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মরিয়ম বেগম (৩০) নামে এক নারী। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
গতকাল শুক্রবার বেলা আড়াইটায় হাজারীবাগ বউবাজার বালুর মাঠের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি একজন গৃহকর্মী ছিলেন। নিহত ফিরোজার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়। তার স্বামীর নাম দুখু মিয়া। হাজারীবাগ বউবাজার বালুর মাঠ এলাকায় স্বামী ও সন্তানের সঙ্গে বসবাস করতেন তিনি।
এছাড়া বৃহস্পতিবার রাত আড়াইটায় পলাশী মোড়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তি (৪২) আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। গতকাল সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় মেলেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।