Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাঁই ছিল না তিল ধারণের!

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মো: শামসুল আলম খান : টাকা দিয়েও দর্শক মেলে না ঢাকার ঘরোয়া লীগেও। এই যখন বাস্তবতা ঠিক তখন পুরোপুরি ব্যতিক্রম দৃশ্যই দেখা গেলো শহর থেকে একেবারে গ্রামে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়ায়। প্রয়াত কিংবদন্তি রাজনীতিক, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের তিনবারের অপরাজেয় সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। স্থানীয় কান্দিপাড়া আশকর আলী উচ্চবিদ্যালয় মাঠ। শুক্রবার বিকেলে এখানেই বসেছিল ফুটবলপ্রেমীদের অনন্য এক মিলন মেলা। ফাইনালের মাহেন্দ্রক্ষণে বিদ্যালয়টির এ মাঠের চারপাশ যেন হয়ে উঠেছিল অবিকল স্টেডিয়ামের গ্যালারি! মসজিদের ছাদ থেকে শুরু করে বিদ্যালয়, কৃষি ব্যাংকের ছাদ বা গাছের মগডাল ছিল দর্শকে টইটুম্বর। কোথাও যেন ছিল না তিল ধারণের ঠাঁই।
এখানে আন্দোলিত হাজার হাজার দর্শকদের মাতিয়েছেন জাতীয় ফুটবল দল, নাইজেরিয়া ও ঘানা থেকে উড়িয়ে আনা ফুটবলাররা। আর নান্দনিক এ ফুটবলের মহারণ উপভোগ করতে শুরু থেকে শেষ অবধি মঞ্চে ছিলেন প্রধান অতিথি, স্থানীয় তরুণ সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।
সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (২৪ মার্চ) বিকেল থেকেই ছিল রোদের সীমাহীন দাপট। তবুও গরমকে হার মানিয়েই ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেন ফাইনালে মুখোমুখি দুই দল অন্য রকম বয়েজ একাদশ ও ওয়ালটন একাদশ। ম্যাচের প্রথমার্ধেই আধিপত্য বিস্তার করে ২-১ গোলে এগিয়ে ছিল অন্য রকম একাদশ। এরপর দ্বিতীয়ার্ধেও দ্বিগুন শক্তিতে জ্বলে উঠে তারা। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আরো এক গোল করে তারা নিজেদের জয়ের ব্যবধান ৩-১ গোলে উন্নীত করে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে গোল্ডকাপ ট্রফি ও রানারআপ দলের হাতে এলইডি টিভি তুলে দেন সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠাঁই

৭ ডিসেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ