বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
না’গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ১০ নেতা ঠাঁই পেয়েছেন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে ঠাঁই হয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক বদিউজ্জামান খসরুর। শনিবার (৬ আগস্ট) সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের ৭৩ জন এবং ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটির ৪৯৮ জনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনি এই নাম ঘোষণা করেন।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পুরাতন সদস্যগণের মাঝে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিম, ৫ আসনের সাবেক এমপি এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান ও সহ-সভাপতি শাহ আলম।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটিতে নতুন করে স্থান পেয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ আলহাজ্ব গিয়াস উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় যুবদল নেতা রূপগঞ্জের দীপু ভূইয়া, আড়াইহাজারের এ এফ ইকবাল ও আবদুল মান্নান।
এদিকে ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ঘোষিত কমিটিতে স্থান পেল ফেনীর ১২ রাজনৈতিক ব্যক্তি। ঘোষিত কমিটির তালিকায় ফেনীর ব্যক্তিরা হলেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। এছাড়াও বেলাল আহমেদকে সহ-দপ্তর সম্পাদক ও রেহানা আক্তার রানুকেসহ প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহাম্মদ মজুমদারকে চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক পদে আসীন করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন ফেনীর আবুল কাশেম চৌধুরী, এডভোকেট সাহানা আক্তার সানু, আবদুল লতিফ জনি, জিয়া উদ্দিন আহমেদ মিস্টার, এডভোকেট মেসবাহ উদ্দীন খান, আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।