Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

র‌্যাঙ্কিং নিয়ে ভাবছেন না মাশরাফি

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মাশরাফির নেতৃত্বে অসাধ্য সাধন করেছে বাংলাদেশ। আইসিসি’র বেঁধে দেয়া সময়সীমার মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা ৮ এ উঠে ১০ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। র‌্যাঙ্কিংয়ের এই হিসেব মেলানোর আর একটি বড় পরীক্ষার মুখে এখন মাশরাফি। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট পেতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে থাকতে হবে বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড ছাড়া সেরা ৭ এ। সেই হিসেব মেলানোর পরীক্ষা এখন দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজকে তাই বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জে ফেলে দিয়েছে।
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উপরে থাকা শ্রীলংকার র‌্যাঙ্কিং পয়েন্ট এখন ৯৮, সেখানে বাংলাদেশের ৯১। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে এই দু’টি দলের সঙ্গে এখন পাল্লা চলছে অষ্টম স্থানে থাকা পাকিস্তান (৮৯ পয়েন্ট) এবং ৯ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৮৪ পয়েন্ট)। শততম টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ে শ্রীলংকাকে ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকাকে ৩-০তে হারিয়ে দিতে পারলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই প্রথম শ্রীলংকাকে ছুঁয়ে ফেলতে পারবে বাংলাদেশ। তখন দু’দলের র‌্যাঙ্কিং পয়েন্ট দাঁড়াবে ৯৬ করে। বাংলাদেশ ২-১ এ সিরিজ জিতলে র‌্যাঙ্কিং পয়েন্ট ২ বেড়ে উন্নীত হবে ৯৩ এ, শ্রীলংকা সেখানে ১ পয়েন্ট হারিয়ে অবস্থান নিবে ৯৭ পয়েন্টে। শ্রীলংকা ২-১ এ ওয়ানডে সিরিজ জিতলে বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট থাকবে অপরিবর্তিত (৯১), শ্রীলংকার যোগ হবে ১ পয়েন্ট (৯৯ পয়েন্ট)। বাংলাদেশ ০-৩ এ হেরে গেলে র‌্যাঙ্কিং পয়েন্ট নেমে যাবে ৮৮ তে।
তবে র‌্যাঙ্কিংয়ের হিসেব মেলানোর কথা মাথায় রেখে খেলার পক্ষপাতীয় নন মাশরাফি ‘র‌্যাঙ্কিং মাথায় রাখলে চাপ বেড়ে যাবে, তখন স্বাভাবিক খেলা কঠিন হবে। আমরা যদি স্বাভাবিক খেলা খেলি, তাহলে এমনিতেই সব হয়ে যাবে। সাতে উঠার সময় কিন্তু আমরা অন্য কিছু ভাবিনি। শুধুমাত্র ২০১৯ বিশ্বকাপের চিন্তা নিয়ে থাকলে সেটা আমাদের ওপর চাপ হয়ে যাবে। আমি মনে করি, এখন যা হচ্ছে, সেটা খেলাই উপভোগ করছে খেলোয়াড়রা।’
২ বছর পর বাংলাদেশ শ্রীলংকার যে দলটির বিপক্ষে হচ্ছে অবতীর্ণ, সেই দলে নেই সাঙ্গাকারা, মাহেলা, দিলশান, মালিঙ্গা। এই সব লিজেন্ডারহীন শ্রীলংকা দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরিষ্কার ফেভারিটই ধরছে সবাই। শ্রীলংকার বর্তমান দলটিতে ব্যাটিংয়ে থেরাঙ্গা (৫৮০০ রান) এবং চান্দিমাল (৩০৯৫) ছাড়া অন্যরা নবীন। সেখানে বাংলাদেশের চার সিনিয়র ব্যাটসম্যানের ওয়ানডে রান যথাক্রমে তামীমের ৫১২০, সাকিব ৪৬৫০, মুশফিক ৪১১৮, মাহামুদুল্লাহ ২৮৫৮ এবং ইমরুল ১৮৭৩। শ্রীলংকা দলে ২ পেস বোলার তিসারা পেরেরা (১২৪ উইকেট), লাকমাল (৮০ উইকেট), সেখানে বাংলাদেশের বাঁ হাতি স্পিনার সাকিবের শিকার সংখ্যা ২২০, মাশরাফির ২১৮। তবে বর্তমানে ২ দলের এই চিত্র দেখে ব্যবধান নির্নয়ের পক্ষে নন মাশরাফি ‘আমি আগে ও পরের কোনো কিছু নিয়ে ভাবি না। তবে আমার মনে হয় দু’দল সমান সমান থেকেই মাঠের লড়াই শুরু করবে। ওদের দলে কিন্তু বেশ কয়েকজন বোলারও আছে।’
বাংলাদেশের টেস্ট স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারকে পেয়েছেন মাশরাফি, শ্রীলংকা বাটিং অর্ডারে বাঁ হাতিদের সমাবেশ বলে ঢাকা থেকে উড়িয়ে এনেছেন অফ স্পিনার মিরাজকে পর্যন্ত। বৈচিত্র্যপূর্ণ দল নিয়ে শ্রীলংকার বিপক্ষে অবতীর্ণ হওয়ার সুযোগ আছে বলেই ফেলছেন মাশরাফি স্বস্তির নিশ্বাস ‘আমাদের ওয়ানডে স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, বেশিরভাগ খেলোয়াড় টেস্ট স্কোয়াডেও ছিলো। যদি স্পিন কন্ডিশন হয়, তাহলে বেশি স্পিনার খেলাতে হবে। উইকেটে যদি পেসারদের সহায়তা থাকে তাহলে বেশি পেসার খেলাতে হবে। চারজন স্পিনার, পাঁচজন পেসার আছে। তাই আমরা সেরা একাদশই বেছে নেব।’
ডাম্বুলার রানগিরির উইকেটে এখন পর্যন্ত খেলা হয়েছে ৪৮টি ম্যাচ। যেখানে অবশ্য মাত্র দুটি স্কোর হয়েছে তিনশ’ রানের। সেই দুটি সংগ্রহ আবার বাংলাদেশের বিপক্ষে। তবে এই উইকেটে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে মাশরাফি ‘সত্যিকার অর্থে, দেখে ব্যাটিং উইকেট মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে কী হবে বা প্রথম ইনিংসে পেসাররা সুবিধা পাবে কিনা, সেটা বলা কঠিন।’ ৭ বছর আগে ডাম্বুলার দুঃসহ স্মৃতি ভুলতে চান মাশরাফি ‘২০১০ সালে আমরা এখানে এশিয়া কাপে বাজে ক্রিকেট খেলেছি। এবার ভালো ক্রিকেট খেলে সেই স্মৃতি ভুলতে চাই। ম্যাচে সব সময় লড়াই করে যেতে চাই। ওয়ানডে দলের বেশ কয়েকজন টেস্ট খেলেছে, তারা আত্মবিশ্বাসী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাঙ্কিং


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ