Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন সাবিনারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত মাসে সমাপ্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপা জিতে ইতিহাস গড়ার পাশাপাশি এবার ফিফা র‌্যাঙ্কিংয়েও উনড়বতি হয়েছে বাংলাদেশ জাতীয় নারী দলের। এক সাফ জিতেই র ্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন সাবিনা খাতুনরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার নারীদের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রকাশিত ফিফা র ্যাঙ্কিংয়ে ১৪৭ থেকে ১৪০-এ উঠে এসেছে বাংলাদেশ দল। কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত নারী সাফের গ্রুপ পর্বে মালদ্বীপকে ৩-০, পাকিস্তানকে ৬-০ ও ভারতকে ৩-০ গোলে হারানোর পর সেমিফাইনালে ভুটানকে ৮-০ বিধ্বস্ত করেন সাবিনা খাতুনরা। আর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জেতে লাল-সবুজরা। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সাফের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভারত (৬১)। তাদের ঠিক ৪২ ধাপ নিচে জায়গা পেয়েছে নেপাল (১০৩)। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ ও ভুটান ১৭৭তম স্থানে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন সাবিনারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ