নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারি চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণপদক জেতার কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের নাসরিন আক্তার। গতকাল থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ নারী একক, দলগত ও দ্বৈতে এই তিন ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জেতেন লাল সবুজের আরচাররা। রিকার্ভ নারী এককে অল বাংলাদেশ ফাইনালে নাসরিন আক্তার ৬-২ সেটে দিয়া সিদ্দিকীকে হারিয়ে সোনা জিতে নেন। একই দিন রিকার্ভ নারী দলগতের ফাইনালে ভারতকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেন বাংলাদেশের নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা। এছাড়া এদিন রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে রোমান সানা ও নাসরিন আক্তার ৫-৩ পয়েন্টে ভারতকে হারিয়ে সেরা হন। ফলে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচ্যারিতে বাংলাদেশ জাতীয় আরচ্যারী দল তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জয় করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।