Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি যদি চিলির হতেন...

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে সর্বকালের সেরাদের একজন মনে করা হলেও আর্জেন্টিনায় তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। মেসি যতটা বার্সেলোনার, ততটা আর্জেন্টিনার নয়-এমন অভিযোগ উঠে হরহামেশাই। তার পরও ‘মেসি যদি আর্জেন্টিনার না হয়ে... আমার দেশের হতেন?’ এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। এই যেমন নতুন করে আবারও খেলো চিলির সাবেক ফুটবলার ইভান জামোরানোর মনেও। তাহলে কী হতো? তার উত্তরও দিয়ে দিয়েছেন এই চিলিয়ান। তার বিশ্বাস, মেসি চিলির হলে দেশজুড়ে তার অসংখ্য ভাস্কর্যে ভরে যেত। ভক্তদের ভালোবাসা পেতে পেতে ক্লান্তও হয়ে যেতেন মেসি!
বার্সেলোনার হয়ে মুঠোভরে পাওয়া মেসির আসলে আর্জেন্টিনার হয়ে বড় সাফল্য পাওয়া হয়নি। কাতালান ক্লাবটির হয়ে এ পর্যন্ত ২৮টি শিরোপা জিতেছেন। ব্যালন ডি’অর পেয়েছেন পাঁচবার। কিন্তু অর্জেন্টিনার হয়ে অলিম্পিকের সোনা ছাড়া আর কিছুই জেতা হয়নি। সর্বশেষ দুই কোপা আমেরিকার ফাইনাল ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল থেকে ফেরেন খালি হাতে। আজ রাতে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-চিলির ম্যাচ সামনে রেখে সাবেক ফরোয়ার্ড জামোরানো মেসির প্রতি আর্জেন্টাইনদের মনোভাব নিয়ে নিজের ভাবনাটা জানান, ‘মেসি যদি চিলির হত, তাহলে দেশজুড়ে ওর ভাস্কর্য থাকত এবং শ্রদ্ধা-ভালোবাসা পেতে পেতে সে ক্লান্ত হয়ে যেত। চিলিতে তার মূল্যায়ন করা হত।’
বার্সেলোনার হয়ে মেসির সাফল্য পাওয়ার পেছনের কারণটা রেডিও শো সুপার দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় জানান রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের এই সাবেক ফুটবলার, ‘বার্সেলোনার মেসি ও জাতীয় দলের মেসির ব্যবধানটা আর্জেন্টাইনরা হিসেব কষে। স্পেনে (বার্সেলোনা) তার একপাশে নেইমার, অন্যপাশে লুইস সুয়ারেজ। পেছন থেকে আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও বুসকেতসের সহযোগিতা সে পায়। এ কারণেই আপনি পুরো ছবিটা দেখবেন। আমি মনে করি, বিশ্বসেরার মূল্যায়ন হওয়া উচিত। আমাদের অবশ্যই উচিত মেসির প্রচেষ্টার মূল্য দেয়া। কেননা, প্রতি বছর সে ৭০ থেকে ৮০টি ম্যাচ খেলে এবং এর পরেও জাতীয় দলের হয়ে খেলতে আসে।’
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১২ ম্যাচে ৫ জয়, ৪ ড্র আর ৩ হারে ১৯ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে আর্জেন্টিনা পঞ্চম স্থানে রয়েছে। সমান ম্যাচে ৬ জয় ২ ড্র এবং ৪ ড্রয়ে চারে থাকা চিলির পয়েন্ট ২০। ঝুলিতে ৮ জয়, ৩ ড্র ও এক হারে ২৭ পয়েন্ট নিয়ে আগামীকাল ভোরে উরুগুয়ের মুখোমুখি হবে শীর্ষে থাকা ব্রাজিল। এই ম্যাচের দল গঠন নিয়ে ব্রাজিলেও চলছে কাটাছেড়া। গত গ্রীষ্মে দুঙ্গার বিদায়ের পর তিতে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন ডেভিড লুইস। যদিও পিএসজির এই সাবেক সেন্টার ব্যাক বর্তমান দল চেলসির হয়ে নিয়মিত খেলার মধ্যে আছেন। পারফর্মও করছেন ঠিক ঠাক। তারপরও উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ব্রাজিল দলে রাখা হয়নি তাকে। এ কারণেই হতাশাটা আড়াল করতে পারেননি লুইস। তবে কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা করছেন চেলসির এই সেন্টার ব্যাক, দলকে সাধুবাদও জানিয়েছেন। ইভিনিং স্ট্যান্ডার্ডকে এই ব্রাজিলিয়ান বলেন, ‘ব্রাজিল দলে থাকতে না পেরে আমি হতাশ কিন্তু তাদের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি। আমি নিয়মিত খেলছি এবং দলে ফেরার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলের জন্য্য রইলো শুভকামনা।’ বাদ পড়ার কারণ নিয়ে প্রশ্ন করা হলে লুইস জানান, তাকে কোনো কারণ বলা হয়নি। তবে বাদ পড়ে হতাশ হলেও অন্যরকম লাভ হচ্ছে তার। চোটগ্রস্ত হাঁটুকে ভালোমতো বিশ্রাম দেয়ার সুযোগ পাচ্ছেন বলে লুইস নিজেই জানিয়েছেন। তার আগে রাতের আরেক ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ বলিভিয়া।
মুখোমুখি
কলম্বিয়া-বলিভিয়া, রাত আড়াইটা
উরুগুয়ে-ব্রাজিল, আগামীকাল ভোর ৫টা
আর্জেন্টিনা-চিলি, আগামীকাল ভোর সাড়ে ৫টা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ