Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি মোমবাতি থেকে লক্ষ মোমবাতি জ্বালানো যায় বীর বাহাদুর উশৈসিং

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

লামা থেকে ফিরে মো. সাদাত উল্লাহ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবান আসনের এমপি বীর বাহাদুর উশৈসিং বলেছেন, একটি মোমবাতি থেকে লক্ষ মোমবাতি জ্বালানো যায়। বীজ যদি ভাল হয় ফলনও ভাল হয়। এভাবে শিক্ষার মান ও পরিবেশ উন্নত হলে মেধাবী শিক্ষার্থীর সংখ্যাও বেড়ে যায়। এসব শিক্ষা মোমবাতি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকা আলোকিত হয়। পিতা-মাতা ও গৌরবান্বিত হওয়ার পাশাপাশি সমাজ থেকে অন্যায় অনাচার দূর হয়। এক্ষেত্রে একজন ছাত্রকে আবশ্যই ভাল মানুষ হতে হবে। তিনি গতকাল বান্দারবান জেলার দূর্গম লামা উপজেলার মাতামুহুরী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, সেখানে অসংখ্য স্কুল, কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এবং হচ্ছে। পাশাপাশি মসজিদ, মন্দির, পেগোডা ও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে।
কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবাইয়ের সালেহীন এসইউপি, এনডিইউ, পিএসসি, কক্সবাজার এক আসনের এমপি হাজী ইলিয়াছ, আলীকদম সেনা জোন কমান্ডার লে. কর্নেল ছরওয়ার হোসেন পিএসসি বান্দরবান জেলার এডিসি দিদারে আলম মো. মাকছুদ, অতি. পুলিশ সুপার অনির্বান চাকমা, বান্দরবান পৌরসভা মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ইসমাঈল, পৌর মেয়র জহিরুল হক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একটি

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ