Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা নিজেরাই একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলছি -বর্ষা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:১৩ এএম

দীর্ঘ ৮ বছর পর গত ১০ জুলাই দেশের ১১৫টি হলে মুক্তি পায় অনন্তর নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ সিনেমা। সম্প্রতি ধানমন্ডির এক রেস্টুরেন্টে ‘ডিনার উইথ অনন্ত এবং বর্ষা’ অনুষ্ঠানে তারা দিন দ্য ডে ও সিনেমার সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন। বর্ষা বলেন, লাভ ক্ষতির হিসেব করে আমরা সিনেমা করি না। মানুষকে আনন্দ দেয়ার জন্য করি। হয়তো এভাবে আনন্দ দিয়ে চার-পাঁচ বছর পর সরে যাবো। যতদিন ভালোলাগে ততদিন থাকব। তবে কাউকে পার্সোনাল আক্রমণ করা ঠিক না। আমরা সবসময়ই বলে আসছি, ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আর অন্য যেকোনও শিল্পীর অবস্থান কিন্তু একরকম নয়। কারণ হচ্ছে, আমরা নিজেরাই অর্থলগ্নি করি। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি। আমরা নিজেরাই একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্ট করছি। যেমনটি করেছে হলিউডের ইউনিভার্সেল স্টুডিও। তারা নিজেরাই একটি ফিল্ম ইন্ডাস্ট্রি। আমরাও তাদের মতো করে এগিয়ে যাচ্ছি। আমরা একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব। সে সক্ষমতা রয়েছে। বর্ষা বলেন, যেকোনো সিনেমা দিয়ে যদি সিনেমা হলে দর্শক ফেরানো যায়, সিনেমাকে পুনরুজ্জীবীত করা যায়, তবে তাকে ইতিবাচক হিসেবে প্রত্যেকের গ্রহণ করা উচিৎ। সিনেমাটির ধারাবাহিকতা ধরে রেখে অন্য সিনেমাও যদি মুক্তি পায়, তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। এ ধরাটা ধরে রাখা জরুরি। বিষয়টি ইন্ডাস্ট্রির লোকজনদের উপলব্ধি করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমরা নিজেরাই একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলছি -বর্ষা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ