Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৫তম সালানা জলসা কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা আধুনিক শিক্ষার উপকরণ সমৃদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠান-ড. মুহাম্মদ আহসান উল্লাহ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠিত কাগতিয়া এশাতুল উলুম কামিল (এম. এ.) মাদরাসার ৮৫তম সালানা জলসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন কাগতিয়া মাদরাসার পরিবেশ দেখলে মানুষের মন-প্রাণ আনন্দে উদ্বেলিত হয়। বিশাল ক্যাম্পাস, সুন্দর অবকাঠামো, পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সকল উপকরণসমৃদ্ধ এ শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা জগতের অহংকার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অলংকার। আর এজন্যে মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী উচ্চ প্রশংসার দাবি রাখে।
গতকাল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত সালানা জলসায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী। প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ আরও বলেন, আধুনিক যুগোপযুগী শিক্ষায় সুশিক্ষিত আলেম তৈরির মাধ্যমে ইসলামের খেদমত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাগতিয়া মাদরাসা সারা দেশের মডেলে পরিণত হবে। জলসায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। সভাপতির বক্তব্যে শাব্বির আহমদ মোমতাজী বলেন, কাগতিয়া মাদরাসা ইলমে জাহের-বাতেনের এক মহাকেন্দ্র। এ মাদরাসা যেন বিশ্বখ্যাত নেজামীয়া মাদরাসার প্রতিচ্ছবি। মাদরাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী ছাহেবের সুযোগ্য পরিচালনায় মাদরাসার প্রকৃত উন্নয়নে যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা সত্যিই অসাধারণ। ঐতিহ্যবাহী কাগতিয়া মাদরাসার সালানা জলসাকে ঘিরে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, তরিকতপন্থী, ছাত্র-শিক্ষকের এক মিলনমেলা ঘটে। জলসায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ আল্লামা মুফতি ইব্রাহিম হানফী, সচিব হযরতুলহাজ আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, এশায়াত সম্পাদক হযরতুলহাজ আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী।
জলসা উপলক্ষে বিশাল আয়তনের মাদরাসা ভবনকে সাজসজ্জিত করা হয়। মাহফিলে বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ান শুনে অনেকে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে কাগতিয়া মাদরাসাসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি, মাদরাসার উন্নতি এবং হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)’র রূহানী নজর ও ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উল্লাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ