পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের উপদেষ্ঠা, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দৈনিক ইনকিলাব কক্সবাজার জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীর দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার রাত ৯টা ৩০ মিনিটে হালকাকারা মৌলভীরচর বাইতুর রহমান জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন প্রিন্সপ্যাল মাওলানা কফিল উদ্দিন ফারুক।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের সঞ্চালনায় জানাযার পূর্ব স্মৃতিচারণ মূলক সংক্ষিত বক্তব্য রাখেন চকরিয়া পৌর সভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল একেএম গিয়াস উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ, দৈনিক ইনকিলাব কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, অধ্যাপক বশির আহমদ, প্রেসক্লাবের সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক কল্যাণ সমিতির সি. সহ সভাপতি আবুল কালাম আজাদ, মরহুমের বড় ছেলে শাকিলুর রহমান প্রমুখ।
শোক জ্ঞাপনসহ জানাযার নামাজে উপস্থিত ছিলেন সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, হারবাংয়ের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন মো. বাবর, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া মেডিকেল সেন্টারের এমডি হেদায়ত উল্লাহ, পৌর জামায়াতের আমির আরিফুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সম্পাদক জাফর আলম, দৈনিক হিমছড়ি বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এএম ওমর আলী, চকরিয়া প্রেসক্লাব।
নামাজে জানাযার মাঠে প্রবীণ জাকের উল্লাহ চকোরীর নামে পৌর সভার একটি সড়কের নাম করণের প্রস্তাব করেন পৌর মেয়র আলমগীর চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।