গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : গতকাল (শনিবার) বিকেলে নগরীর লালখান বাজার জমিয়তুল উলুম আল-ইসলাম মাদরাসায় অভিযান চালিয়েছে। অভিযানে নগর পুলিশের সাথে খুলশী থানা পুলিশ অংশ নেয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত এ অভিযান চলে। পুলিশ মাদরাসার প্রতিটি শ্রেণিকক্ষ ও ছাত্রাবাসের কক্ষে তল্লাশি চালায়। তবে মাদরাসার কোথাও কিছু পাওয়া যায়নি। ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জমিয়তুল উলুম আল-ইসলাম মাদরাসাটি ‘লালখান বাজার মাদরাসা’ নামে সমধিক পরিচিত।
অভিযান সম্পর্কে খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, দেশজুড়ে চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে লালখান বাজার মাদরাসায় পুলিশের একটি দল তল্লাশি চালায়। অভিযান শেষে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অতীতে ২০১৩ সালের মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। বহিরাগত কেউ যেন মাদরাসায় না আসতে পারে সেজন্য নজরদারি রাখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।