Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে আবাসিক এলাকায় ডাকাতির সময় আটক ১

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরের আবাসিক এলাকার নতুন বাবুপাড়ায় বি জামান লেনের জনৈক আবিদ রানার বাসায় দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর মহল্লাবাসী শহরের সুড়কী মহল্লা থেকে ডাকাতির সাথে জড়িত ওসমান আলী (৫০) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
হিলি স্থল বন্দরের একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরিরত গৃহকর্তা আবিদ রানা জানান, শুক্রবার আনুমানিক ভোর ৪টার দিকে মুখোশধারী ৮ সদস্যের একটি ডাকাত দল বাসার মূলগেটের তালা ও রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা এ সময় অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীর হাত-মুখ বেঁধে ফেলে ৬ ভরি সোনা, ৫২ ভরি রুপা ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
ভোর ৫টার দিকে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার পর গৃহকর্তা প্রতিবেশীদের জানায়। পরে মহল্লাবাসীরা এক জোট হয়ে ডাকাত দলকে ধাওয়া করে। ভোর সাড়ে ৫টার দিকে শহরের সুড়কি মহল্লা থেকে ওসমান নামে ওই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ডাকাত সদস্য ওসমানের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী। সে সৈয়দপুর শহরের চিনি মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ জানায়, আটক ডাকাত সদস্য ওসমানের কাছ থেকে বাসার গৃহকর্তা ও গৃহকর্মীকে হাত-মুখ বাঁধার কাজে ব্যবহৃত কাপড়ের টুকরোর অবশিষ্ট অংশ পাওয়া গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, ডাকাতির সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ