Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটকের নামে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অর্থবাণিজ্য রমরমা

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : আটকের নামে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের রমরমা অর্থ বাণিজ্য শুরু করেছে। জেলার বিভিন্ন স্থান থেকে কখনো মাদক ব্যবসায়ী আবার কখনো অসহায় মানুষদের ধরে আনে রমরমা অর্থ বাণিজ্যের উৎসব চলছে। আর এ বিষয়ে যেন দেখার কেউ নেই।
সম্প্রতি ঠাকুরগাঁও পুলিশ প্রশাসনের মাদকবিরোধী অভিযানের সুফল পেতে শুরু করেছে জেলাবাসী। এই অভিযানে ইতোমধ্যে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীরা গ্রেফতারও হয়েছে। মাদকবিরোধী অভিযান যেন সারা বছরই অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছে ঠাকুরগাঁওয়ের সুধী সমাজ।
অপরদিকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হলেও পুলিশ হাতেগোনা কিছুসংখ্যক উদ্ধার দেখিয়ে বাকিগুলো ভাগবাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের ধরে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে ডিবি পুলিশ এমন কথা জানিয়েছে কয়েকজন মাদক ব্যবসায়ী।
পুলিশের তথ্য মতে, চলতি মার্চ মাসের ১৩ তারিখ পর্যন্ত ঠাকুরগাঁও জেলার ৬টি থানায় ৫২ জনকে আসামি করে মাদকদ্রব্য সংক্রান্ত ৩৯টি মামলা দায়ের করা হয় এবং মাদকদ্রব্য মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সব মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, ভারতীয় মদ, নেশাজাতীয় ইনজেকশন, নেশাজাতীয় ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোরাইমদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্যের ১৮টি মামলা ও ১৯ জন গ্রেফতার, ডিবি পুলিশের মাধ্যমে ১৩টি মামলা ও ১৬ জন গ্রেফতার, রুহিয়া থানায় ২টি মামলা ও ২ জন গ্রেফতার, বালিয়াডাঙ্গী থানায় ৪টি মামলা ও ৫ জন গ্রেফতার, পীরগঞ্জ থানায় ৬টি মামলা ও ৬ জন গ্রেফতার, রাণীশংকৈল থানায় ৭টি মামলা ও ৭ জন গ্রেফতার এবং হরিপুর থানায় ১টি মামলা ও ২ জন গ্রেফতার।
ডিবি পুলিশের কাছে ধরা পড়া মাদক ব্যবসায়ি রানীশংকৈলে আসাদুজ্জামান আসাদ ওরফে পিচ্চি আসাদ জানান, পুলিশ আমার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা পেয়েছে কিন্তু মামলায় ১শ’ পিস দেখিয়াছে। শুধু মাদক ব্যবসায়ী আসাদের মতো অনেক ব্যবসায়ী এই রকম তথ্য জানিয়েছে এই প্রতিবেদকের কাছে। ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের মাদকদ্রব্য বেশি উদ্ধার করে মামলায় কম দেখানো বিষয়টি জানতে চাইলে কথাটি এড়িয়ে গিয়ে বলেন, মাদকদ্রব্য কম আর বেশির বিষয়টির থেকে আসামী গ্রেফতারই গুরুত্বপূর্ণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ