Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেঞ্চুরি টেস্টের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত তারা

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, বর্তমানে বাংলাদেশ দলের কারো বয়স তখন ১২ ছাড়ায়নি। পূর্বসূরীদের হাত ধরে এমন একটা মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তাই রোমাঞ্চিত বাংলাদেশ ক্রিকেটাররা। গত পরশু মাহামুদুল্লাহ নাটকে দলে যে গুমোট ভাব ছিল বিদ্যমান, গতকাল সেই পরিবেশ কাটিয়ে ফুরফুরে বাংলাদেশ দলকে আবিস্কার করা গেল। মুশফিক তখন বিকেএসপির ক্যাডেট, বিকেএসপিতে বসে দেখেছেন বাংলাদেশের অভিষেক টেস্ট। তাই বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের স্মৃতিতে অভিষেক টেস্ট ঝাপসা হয়ে যায়নিÑ ‘২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, আমি তখন বিকেএসপিতে ক্লাস সেভেনে পড়ি। সেখানে বসেই বাংলাদেশের অভিষেক টেস্ট দেখেছিল। ওই স্মৃতি কিছুটা মনে আছে। ওখান থেকে বিশ্বাস জন্ম নিয়েছিলো। বাংলাদেশের হয়ে কোনোদিন টেস্ট খেলতে পারলে ভালো হবে, স্বপ্নটা তখন থেকেই দেখেছি।’ চাচা আকরাম খান কিছু একটা করলে তা বাড়িতে ফেলে দিত সোরগোল, চাচা আকরাম খান অভিষেক টেস্ট খেলছেন বলে বাসায় বসে গভীর দৃষ্টিতে দেখেছেন শিশু তামীম সেই ম্যাচ। বাংলাদেশ টেস্ট দলের অন্যতম নবীন সদস্য তাসকিন ভীষণ রোমাঞ্চ অনুভব করছেনÑ ‘সত্যি কথা বলতে কি, দারুণ রোমাঞ্চ কাজ করছে। এমন একটি মাইল ফলকের সামনে যখন দাঁড়িয়ে থেকে ভাবতে ভালো লাগছে আমি এমন একটি টেস্টের স্কোয়াডে আছি।’
শততম টেস্টটি কামব্যাক টেস্ট বলে ইমরুল আরো বেশি রোমাঞ্চিতÑ ‘রোমাঞ্চতো কাজ করছেই। তবে আমি অন্য সব টেস্টের মতোই এটাকে নিতে চাই। তাই বাড়তি কিছু ভাবছি না।’ সুযোগ পেলে মাইলস্টোন টেস্টকে স্মরণীয় করে রাখতে চান মুমিনুলÑ ‘আগের চেয়ে এই ফরম্যাটে আমাদের একটু হলেও উন্নতি হয়েছে। বুধবারের জন্য আমি অধির হয়ে অপেক্ষা করছি। যদি সুযোগ পাই চেষ্টা করবো ভালো কিছু করার। দলের সবাই আসলে প্রস্তুত, এমন একটি টেস্টকে স্মরণীয় করে রাখতে।’ গল টেস্টে ২ ইনিংসে ফিফটিতে অটোমেটিক চয়েস সৌম্য বাংলাদেশের শততম টেস্টে বড় ইনিংসের দিকে তাকিয়েÑ ‘সত্যি কথা বলতে আমি বেশি রোমাঞ্চিত হতে চাই না। পারফর্ম করে স্মরণীয় করতে চাই।’ শততম টেস্টের উত্তাপ গায়ে লাগাতে চাইছেন না মুস্তাফিজÑ ‘আমার কাছে সব টেস্ট একই রকম।’ বাংলাদেশ পি সারায় খেলছে শততম টেস্ট, তা নাকি এখানে এসে জেনেছেন মিরাজÑ ‘বাংলাদেশ যখন অভিষেক টেস্ট খেলে, তখন আমার বয়স বড়জোর ৪ বছর। ক্রিকেটের কিছুই বুঝতাম না। এখানে এসে শুনলাম সেঞ্চুরি টেস্ট অপেক্ষা করছে পি সারায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেঞ্চুরি

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ