নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টস হেরে বল করতে নেমে ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনার থেকে এরপর জনি বেয়ারস্টোর ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। পুরো দিনে দারুণ বল করা জেসন হোল্ডার বলছেন অনেকগুলো সুযোগ হাতছাড়া হয়েছে তাদের, তা নিতে পারলে গুটিয়ে দেওয়া যেত সফরকারীদের। গতকাল অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৬৮ রান তুলেছে ইংল্যান্ড, যাতে ১০৯ রানই বেয়ারস্টোর।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরো দিনে দারুণ বল করেছেন হোল্ডার। ব্যাটসম্যানদের ক্রিজে বেধে রাখার পাশাপাশি নিয়েছেন উইকেট। তার ১৬ ওভার থেকে মাত্র ১৫ রান নিতে পেরেছে ইংল্যান্ড, হারিয়েছে ২ উইকেট। দিনশেষে একাধিক ক্যাচ ছাড়ার আক্ষেপ হোল্ডারের কণ্ঠে, ‘এটা এক রকম তেতো ব্যাপার এই কারণে যে আমরা যদি এক-দুইটা সুযোগ ধরে রাখতে পারতাম তাহলে অন্যরকম হতো। কিন্তু ইতিবাচক হলো যে সুযোগগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম।’
দলের বিপদে বেয়ারস্টোর সঙ্গে জুটি বেধেছিলেন বেন স্টোকস। ২২ রানে তার ক্যাচ ফেলে দেন হোল্ডারই। তৃতীয় সিøপে জার্মেইন ব্ল্যাকউড দুটি ক্যাচ ছেড়েছেন। যার একটিতে ৯ রানে জীবন পাওয়া জো রুট ফেরেন ১৩ রান করে, ‘বোলারদের কৃতিত্ব দিতে হবে। প্রত্যেকে নিজেদের সেরাটা নিংড়ে দিবে। কন্ডিশনটা আসলে সহজ ছিল না। কারণ বাতাস ছিল। এসবের মধ্যে সবাই ভাল বল করেছে।’
ছয় নম্বরে নেমে এদিন দলের ত্রাতা বেয়ারস্টো। পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে ৬৭, ৬ষ্ঠ উইকেটে বেন ফোকসের সঙ্গে ৯৯, যাতে ফোকসের অবদান ৪২ ও সপ্তম উইকেটে ক্রিস ওকসের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে তিনি তুলেছেন ৫৪ রান। হোল্ডার প্রশংসা করেছেন বেয়রস্টোর, ‘জনি খুব ভাল খেলেছেন, তার দলকে খেলায় ফিরিয়েছে। আমাদের খুব ভাল শুরু ছিল। প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিয়েছিলাম। এরপর খেলাটা মন্থর হয়ে যায়। আমার মনে হয় উইকেটটাও ভাল হতে থাকে।’ আজ দ্বিতীয় দিনে শুরুতেই আক্রমণ চালিয়ে ইংল্যান্ডকে কম রানে আটকে দেওয়ার আশা হোল্ডারের। নতুন বল হাতে নিতে খেলা হয়েছে ৪ ওভার, ‘আমার মনে হয় নতুন বলেই অনেক কিছু হচ্ছে। বল পুরনো হয়ে গেলে নরম হয়ে যাচ্ছে। উইকেট নেওয়া কঠিন হচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।