Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দৌলতপুরে ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক সর্দারকে হত্যা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে বজলু (৩৬) নামে ম্যাচ ফ্যক্টরীর এক শ্রমিক সর্দারকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার আল্লারদর্গা চামনাই গ্রামের খোদাবক্সের ছেলে বায়জীদ ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিক সর্দার বজলু রোববার বিকেলে থেকে নিখোঁজ হয়। গতকাল সকালে চামনাই মাঠের মধ্যে একটি তামাক ক্ষেতের ভিতর বজলুকে হাত-পা বাঁধা মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে মাঠের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। সেখাকার কর্তব্যরত চিকিৎসক বজলুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করলে সকাল ১০টার দিকে সে মারা যায়। নিহত বজলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে মৃতভেবে তামাক ক্ষেতের ভিতর ফেলে রাখে। বজলু হত্যার বিষয়ে দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, ফ্যাক্টরীর শ্রমিকদের সাথে বজলুর বিরোধ ছিল। বিরোধের জের ধরে অথবা বজলুর মেয়ের সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল, সে সম্পর্কের কারণে বজলু ওই ছেলে গালমন্দ করে। এর জের ধরেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ততাধীন রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন হলে পরে জানানো হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ