বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার রাত ১২টায় পুলিশের বিশেষ অভিযানে ১২ বোতল ফেন্সিডিলসহ বুলবুল (২৮) নামে এক মাদক বিক্রেতা আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।আটক মাদক ব্যবসায়ী বুলবুল (২৮) হলেন, উপজেলার রামচন্দ্রপুর শিয়ালি ডাঙ্গা গ্রামের জাহেরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পুলিশের মাদকবিরোধী অভিযানে, এসআই আক্কেল আলী ও সঙ্গীয় ফোর্স টহল দেয়ার সময় সিএনবি ডাকবাংলা গেট থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলবুল (২৮)কে ১২ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম হাবিব জানান, তার বিরুদ্ধে মাদক ব্যবসার অনেক অভিযোগ থাকায়, দীর্ঘদিন পুলিশ তাকে নজরে নিয়ে গত শনিবার রাতে ১২বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে ধৃত আসামীর বিরুদ্ধে অবৈধ মাদক বহনের দায়ে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।