নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বিটিআই ওপেনের পর এবার ইন্ডিয়ান ওপেন থেকেও বিদায় নিলেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। গতকাল দিল্লির ডিএলএফ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কাটের নীচে থেকেই বিদায় নেন তিনি। শুরুটা করেছিলেন বাজেভাবে। ফলে দ্বিতীয় রাউন্ডে আর ঘুরে দাঁড়াতে পারেননি। সাতটি বোগি, একটি ডাবল বোগি ও একটি বার্ডি করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। দু’রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১১ শট বেশি খেলে আট জনের সঙ্গে ৯৭তম স্থানে থেকে বাদ পড়েন চার বছর আগে প্রতিযোগিতায় শিরোপা জেতা সিদ্দিকুর। পারের চেয়ে সর্বনিম্ন ছয় শট বেশি খেলা গলফাররা তৃতীয় রাউন্ডে উঠেছেন। এই টুর্নামেন্টের গত আসরেও হতাশ করেছিলেন সিদ্দিকুর। শুরুটা ভালো হলেও পরে ছন্দ হারিয়ে ৫৮তম হয়েছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।