Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশের বাড়িতে সিবিআইর অভিযান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভারতের দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানে নেমেছে। এ ছাড়া দিল্লি ও আশপাশের অঞ্চলে ২০টিরও বেশি জায়গায় গতকাল সকালে একযোগে তল্লাশিতে নামে সিবিআই। এনডিটিভি জানিয়েছে, দিল্লির আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। সিবিআইর একটি দল মণীশের বাড়িতে পৌঁছার পর টুইট বার্তায় তিনি লেখেন, সিবিআই এসেছে। আমরা সৎ, লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ গড়ে তুলছি। দুর্ভাগ্যজনকভাবে এই দেশে (ভারতে) যে ভালো কাজ করে, তাকে ঠিক এভাবেই ঝামেলায় ফেলা হয়। সে কারণেই আমাদের দেশ এখনো এক নম্বর নয়। সিবিআই আমার বাড়িতে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন, সিবিআইকে স্বাগত জানাই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশের বাড়িতে সিবিআইর অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ