Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংগঠনিক পদে নির্বাচন করছেন ফিরোজ শাহী

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশন প্রডিউসার্স এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সাংগঠনিক পদে নির্বাচন করছেন চিত্রনায়ক ও প্রযোজক ফিরোজ শাহী। আগামী ১৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ফিরোজ শাহী বলেন, টেলিভিশন প্রডিউসার্স এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে সিলেকশন ভিত্তিক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। এবারও অনেকটা এ ধরনের কমিটি হওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করা হয়েছিল। একজন সচেতন প্রযোজক হিসেবে আমার মনে হয়েছে, টেলিভিশন প্রযোজক সমিতির মতো একটি বড় সংগঠনের কমিটি সিলেকশন ভিত্তিতে হওয়া উচিত নয়। এটি পরিচালনার জন্য নির্বাচিত কমিটি দরকার। তা নাহলে কিছু লোকের পকেট সংগঠনে এটি পরিণত হবে। এতদিন এমন একটি প্রবণতা নিয়েই সমিতি চলছিল। এ প্রবণতা থেকে সমিতিকে বের করে আনার জন্যই আমি নির্বাচন করছি। আমার মতে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে যে কোনো সংগঠন পরিচালিত হওয়া উচিত। এতে সংগঠনের সদস্যদের অধিকার যেমন প্রতিষ্ঠিত হয়, তেমনি সংগঠনও গতিশীল এবং জবাবদিহীর আওতার থাকে। আমার এ বোধ থেকেই আমি নির্বাচন করছি। যদিও ইতোমধ্যে দুটি প্যানেল থেকে অনেকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন, তারপরও আমি মনে করি এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনি বলেন, আমি নির্বাচিত হলে সংগঠনকে সাংগঠনিকভাবে গতিশীল এবং একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে কাজ করব। সাধারণ সদস্যদের বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট হবো। আশা করি, সাধারণ সদস্যরা আমার এ স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংগঠনিক

২২ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ