Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটের মিসবাহ

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

খলিলুর রহমান : তৃতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পদে তার নাম ঘোষণা করেন দলটির নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা গেছে, উপমহাদেশের প্রাচীনতম ও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে কেন্দ্রীয় কমিটির ২৩ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। একদিন পর, গতকাল আরো ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া আট নেতার মধ্যে রয়েছেন সিলেটের অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও। এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক সম্পাদক পদে হ্যাটট্রিক করলেন এ নেতা। সাংগঠনিক সম্পাদক পদ থেকে এবার ওপরের কোনো পদে তাকে দেখা যেতে পারেÑ এরকম আলোচনাই চলছিল। এক্ষেত্রে সাংগঠনিক সম্পাদক পদে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী কিংবা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে দেখা যেতে পারে বলে মনে করছিলেন সিলেটের রাজনৈতিক নেতারা। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। এদিকে টানা তৃতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার প্রতি আস্থা রাখায় আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটের মিসবাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ